Ajker Patrika

‘বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার প্রেমটা সব সময় একতরফা’

আপডেট : ২৪ জুন ২০২৪, ১২: ৪৫
‘বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার প্রেমটা সব সময় একতরফা’

‘বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা ও বৃষ্টি—এটা সব সময়ই একতরফা প্রেমের ব্যাপার’, তাবরাইজ শামসির কথাটা একবিন্দুও মিথ্যে নয়। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ—এমনটাই তো হয়ে আসছে সব সময়। অ্যান্টিগায় আজও এমন কঠিন পরিস্থিতিতে পড়েছিল প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইট গ্রুপ-২ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এইডেন মার্করামরা। 

আগের দুই ম্যাচ জিতলেও ক্যারিবীয়দের বিপক্ষে হারলে নেট রানরেটের কঠিন সমীকরণে পড়ে বিদায় নিতে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় সেটি হয়নি। তার আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা উইন্ডিজকে বড় স্কোর গড়তে দেননি শামসি। এই বাঁহাতি স্পিনার ওভারে ২৭ রান দিয়ে নেন দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট। দুই সেট ব্যাটার কাইল মায়ার্স ও রোস্টন চেজের পাশাপাশি শেরফান রাদারফোর্ডকে ফেরান তিনি। মায়ার্স ও রোস্টনের ৮১ রানের জুটি ভেঙে দলে ফেরান স্বস্তি। 

ম্যাচসেরাও হয়েছেন শামসি। তবে বোলিংয়ে দারুণ করলেও সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় হারতে বসেছিল প্রোটিয়ারা। তবে রোমাঞ্চকর জয়ের পর শামসি মনে করিয়ে দিলেন, বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার সব সময়ের একতরফা প্রেমের কথাটা। তিনি আরও বলেছেন, ‘শেষ দিকে একটু স্নায়ু উত্তেজনায় ভুগছিলাম। এটাই আমাদের টুর্নামেন্টের মূল বিষয়। আমরা দল হিসেবে জিতেছি, কোন পরিস্থিতিতে সে জয় পেলাম সেটা কোনো ব্যাপার না।’ ‍

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত