নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান কি কানপুরেই নিজের শেষ টেস্ট খেলে ফেললেন নাকি দেশে টেস্ট থেকে বিদায় নিতে পারবেন—এ প্রশ্নের উত্তর এখনো অজানা। কানপুরে অবসর ঘোষণায় সাকিব জানিয়েছেন, যদি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হয়, তিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুরে নিজের শেষ টেস্টটা দেশের মাঠে খেলতে চান। মেহেদী হাসান মিরাজও চান, সাকিবের চাওয়া পূরণ হোক। তবে বিষয়টি নিয়ে সংশয় আছে মিরাজ ও তাঁর দলের।
সাকিব বিদায় ঘোষণার পর বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা সামাজিক মাধ্যমে কোনো পোস্টও আসেনি তাঁদের তরফ থেকে। আজ কানপুরে দিনের খেলা শেষে মিরাজের সংবাদ সম্মেলনে তাই জানতে চাওয়া হয়েছিল, সাকিবের বিদায় নিয়ে দলগত চাওয়া কী? মিরাজ সেটার উত্তরে বলেছেন, ‘একটা বিষয় দেখুন, তাঁর একটা স্বপ্নের কথা বলেছেন। তাঁর শেষটা দেশের মাঠে হোক, চেয়েছেন তিনি। যেহেতু এখানে একটা ইস্যু (নিরাপত্তাজনিত) আছে। এখনো ক্লিয়ারেন্স দেয়নি। কোনো ক্লিয়ারেন্স (নিশ্চয়তা) পায় তাহলে (দেশে) যেতে পারেন। অবশ্যই বাংলাদেশে শেষ হতে পারে তাঁর। যেহেতু তিনি বলেছেন।’
সাকিব যে টেস্ট ছাড়তে যাচ্ছেন, এটি অবাক করার মতো কোনো ব্যাপার হয়ে দাঁড়ায়নি বাংলাদেশ দলের কাছে। মিরাজের কথায় অন্তত সেটিই বোঝা গেল, ‘সাকিব ভাই অনেক আগে থেকেই বলেছিলেন। আমরা সেটা জানতাম, তিনি জানিয়েছিলেন কীভাবে টেস্ট ক্রিকেটে বিদায় নিতে চান। এমন না যে হুট করে বলেছেন। আমরা জানতাম। এটা একটা প্রক্রিয়ার ব্যাপারে। ম্যানেজমেন্ট ও আমাদের সতীর্থদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা ওভাবে বিষয়টি গ্রহণ করেছি।’
আজ কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারতীয় দল ব্যাটিং করেছে পুরোই টি-টোয়েন্টির মেজাজে। আক্রমণাত্মক ভারতের রাশ টেনে ধরেছেন মিরাজ আর সাকিব। দুজনে মিলে নিয়েছেন ৮ উইকেট। সাকিবের বোলিং নিয়ে মিরাজ বললেন, ‘ওরা যেভাবে খেলছিল, তাতে অবশ্যই ভালো বোলিং করেছেন (সাকিব)। তাঁর অনেক অভিজ্ঞতা আছে। ওরা টি-টোয়েন্টিতে মেজাজে খেলেছে। তিনি (সাকিব) তো টি–টোয়েন্টিতে অনেক সফল, দ্রুত ধরতে পেরেছে। ওখানে ওই পরিস্থিতি তিনি নিজের প্রথম ওভার থেকেই মানিয়ে নিতে পেরেছে। এ কারণে ভালো করেছেন।’
কানপুরে আজ ১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনে পিছিয়ে বাংলাদেশ। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে সফরকারীরা। ভারত এখনো এগিয়ে ২৬ রানে। বোঝাই যাচ্ছে রোহিতের দল এই টেস্ট ড্র নয় খেলছে জেতার জন্য। কাল শেষ দিনে বাংলাদেশ কি পারবে ম্যাচটা বাঁচাতে? মিরাজ বললেন, ‘এখন যে পরিস্থিতি নিজেদের সেফটি চিন্তা করব আগে। যত সময় নিয়ে ব্যাটিং করা যায়, সেটা দলের জন্য ভালো হবে।’
‘টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আমরা যে হেরে গেছি, তা কিন্তু নয়। এ রকম অনেক ম্যাচ আমরা জিতেছিও, ভালো করেছি। আমাদের সুযোগ আছে। উইকেট এখনো ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। তবে যারা আছে, ওপর থেকে একটা ভালো জুটি হলে, একটা সেশন দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারি আমাদের ভালো হবে। এখনো কালকের দিন আছে, এখনই এ রকম চিন্তা না করি’—বলছিলেন মিরাজ।
সাকিব আল হাসান কি কানপুরেই নিজের শেষ টেস্ট খেলে ফেললেন নাকি দেশে টেস্ট থেকে বিদায় নিতে পারবেন—এ প্রশ্নের উত্তর এখনো অজানা। কানপুরে অবসর ঘোষণায় সাকিব জানিয়েছেন, যদি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হয়, তিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুরে নিজের শেষ টেস্টটা দেশের মাঠে খেলতে চান। মেহেদী হাসান মিরাজও চান, সাকিবের চাওয়া পূরণ হোক। তবে বিষয়টি নিয়ে সংশয় আছে মিরাজ ও তাঁর দলের।
সাকিব বিদায় ঘোষণার পর বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা সামাজিক মাধ্যমে কোনো পোস্টও আসেনি তাঁদের তরফ থেকে। আজ কানপুরে দিনের খেলা শেষে মিরাজের সংবাদ সম্মেলনে তাই জানতে চাওয়া হয়েছিল, সাকিবের বিদায় নিয়ে দলগত চাওয়া কী? মিরাজ সেটার উত্তরে বলেছেন, ‘একটা বিষয় দেখুন, তাঁর একটা স্বপ্নের কথা বলেছেন। তাঁর শেষটা দেশের মাঠে হোক, চেয়েছেন তিনি। যেহেতু এখানে একটা ইস্যু (নিরাপত্তাজনিত) আছে। এখনো ক্লিয়ারেন্স দেয়নি। কোনো ক্লিয়ারেন্স (নিশ্চয়তা) পায় তাহলে (দেশে) যেতে পারেন। অবশ্যই বাংলাদেশে শেষ হতে পারে তাঁর। যেহেতু তিনি বলেছেন।’
সাকিব যে টেস্ট ছাড়তে যাচ্ছেন, এটি অবাক করার মতো কোনো ব্যাপার হয়ে দাঁড়ায়নি বাংলাদেশ দলের কাছে। মিরাজের কথায় অন্তত সেটিই বোঝা গেল, ‘সাকিব ভাই অনেক আগে থেকেই বলেছিলেন। আমরা সেটা জানতাম, তিনি জানিয়েছিলেন কীভাবে টেস্ট ক্রিকেটে বিদায় নিতে চান। এমন না যে হুট করে বলেছেন। আমরা জানতাম। এটা একটা প্রক্রিয়ার ব্যাপারে। ম্যানেজমেন্ট ও আমাদের সতীর্থদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা ওভাবে বিষয়টি গ্রহণ করেছি।’
আজ কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারতীয় দল ব্যাটিং করেছে পুরোই টি-টোয়েন্টির মেজাজে। আক্রমণাত্মক ভারতের রাশ টেনে ধরেছেন মিরাজ আর সাকিব। দুজনে মিলে নিয়েছেন ৮ উইকেট। সাকিবের বোলিং নিয়ে মিরাজ বললেন, ‘ওরা যেভাবে খেলছিল, তাতে অবশ্যই ভালো বোলিং করেছেন (সাকিব)। তাঁর অনেক অভিজ্ঞতা আছে। ওরা টি-টোয়েন্টিতে মেজাজে খেলেছে। তিনি (সাকিব) তো টি–টোয়েন্টিতে অনেক সফল, দ্রুত ধরতে পেরেছে। ওখানে ওই পরিস্থিতি তিনি নিজের প্রথম ওভার থেকেই মানিয়ে নিতে পেরেছে। এ কারণে ভালো করেছেন।’
কানপুরে আজ ১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনে পিছিয়ে বাংলাদেশ। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে সফরকারীরা। ভারত এখনো এগিয়ে ২৬ রানে। বোঝাই যাচ্ছে রোহিতের দল এই টেস্ট ড্র নয় খেলছে জেতার জন্য। কাল শেষ দিনে বাংলাদেশ কি পারবে ম্যাচটা বাঁচাতে? মিরাজ বললেন, ‘এখন যে পরিস্থিতি নিজেদের সেফটি চিন্তা করব আগে। যত সময় নিয়ে ব্যাটিং করা যায়, সেটা দলের জন্য ভালো হবে।’
‘টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আমরা যে হেরে গেছি, তা কিন্তু নয়। এ রকম অনেক ম্যাচ আমরা জিতেছিও, ভালো করেছি। আমাদের সুযোগ আছে। উইকেট এখনো ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। তবে যারা আছে, ওপর থেকে একটা ভালো জুটি হলে, একটা সেশন দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারি আমাদের ভালো হবে। এখনো কালকের দিন আছে, এখনই এ রকম চিন্তা না করি’—বলছিলেন মিরাজ।
হারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১১ মিনিট আগেমুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগে