সৌম্যের কনকাশন বদলি নিতে দেখে বিস্মিত হয়েছে লঙ্কানরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ২১: ২৩

বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপনী বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান সৌম্য সরকার। যার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি। তাঁর পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম। সুযোগটা কাজেও লাগিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। 

চট্টগ্রামে আজ অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও। তবে ম্যাচের সময় কনকাশন সাব নিয়ে প্রতিবাদ না জানালেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটি নিয়েই কথা বলেছেন নাভিদ নেওয়াজ। লঙ্কানদের সহকারী কোচের ভাষ্য, ‘কনকাশন বদলি নিতে দেখে আমরা বিস্মিত হয়েছি।’ 
 
কী কারণে নেওয়াজের এই বিস্ময় প্রকাশ! সেটির খোলাসা করেছেন তিনি এভাবে, ‘কারণ, আমরা ফুটেজ দেখেছি, তাকে (সৌম্য) বলের জন্য ঝাঁপাতে দেখেছি। এই ঘটনায় তাঁকে (মাথায়) আঘাত পেতে দেখিনি। যাই হোক, অফিশিয়ালদের সিদ্ধান্ত আমাদের সম্মান জানাতে হবে। যেটা আইসিসির কোড অব কন্ডাক্টে আছে এবং যা ম্যাচ রেফারির সিদ্ধান্ত। খেলায় অনেক নিয়ম আছে, আমাদের তা মানতে হবে।’ 

শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের সময় রান বাঁচাতে ডাইভ দেন সৌম্য। তবে তাঁর হাঁটু গিয়ে লাগে বিজ্ঞাপনী বিলবোর্ডে। মাথায়ও আঘাত পান। বাংলাদেশি ওপেনারকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে চড়ে। এই ভয়ানক চোটে ব্যাটিংয়ে নামতে পারেননি সৌম্য। তাঁর চোট নিয়ে পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বাজেভাবে পড়ে গেছেন। বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। এরপর মাঠের ওপর গড়িয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। সে তাতে ঘাড়ে ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা ও চোখের সমস্যাতেও ভুগতে দেখা যায় তাকে। যখন সে চলে আসে, তার এসক্যাট ফাইভ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাঁ হাঁটুতেও সে ব্যথা পেয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত