গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে অনায়াসে জেতে ‘সি’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। সেন্ট লুসিয়ায় নিজেদের মুখোমুখি লড়াইয়ে আজ জয়যাত্রা থামল আফগানদের। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডের আগে ড্যারেন সামি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক রশিদ খান। পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২১৮ রান তোলে উইন্ডিজরা। লক্ষ্য তাড়ায় নেমে ওবেদ ম্যাককয়-আকিল হোসেনদের অসাধারণ বোলিংয়ে ১১৪ রানে থেমে যায় আফগানদের ইনিংস।
৬টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পুরান। শুরু থেকেই আফগান বোলারদের ওপর সপাটে ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বেশিক্ষণ থিতু হতে পারেনি ওপেনিং জুটি। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে দ্বিতীয় ওভারেই বোল্ড হয়েছেন ব্রেন্ডন কিং (৭)। জনসন চার্লসের সঙ্গে ভাঙে তাঁর ২২ রানের জুটি।
দ্বিতীয় ওভারে উইকেটে আসেন পুরান। চতুর্থ ওভারে ঝড় বইয়ে দেন আজমতউল্লাহর ওপর দিয়ে। ৩ ছক্কার সঙ্গে মারেন ২টি চার। ওই ওভারে একটি নো বল, লেগ বাই থেকে আরও একটি চার এবং ওয়াইডের সঙ্গে আরেকটি চার দেন এই আফগান পেসার। অতিরিক্ত ১০ রানসহ সেই ওভারে ৩৬ রান দেন আজমতউল্লাহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে যৌথভাবে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন আজমতউল্লাহ। এর আগে স্টুয়ার্ট ব্রড, আকিলা ধনাঞ্জয়া, করিম জানাত, মঙ্গোলিয়ার কামরান খানের পর ওভারে আজমত দিলেন ৩৬ রান। তারপর আর ওভার করতেই এলেন না তিনি।
পুরানের ঝড়ে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটিই সর্বোচ্চ রান তোলা। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস। মজার ব্যাপার হলো, ইনিংসের শেষ ওভারে পুরানকে (৯৮) রানআউটে ফেরান আজমতউল্লাহ। ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।
এই ইনিংসে ৮টি ছক্কা মেরে ক্রিস গেইলকে ছাড়িয়ে যান পুরান। ওয়েন্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে ৮৪ ইনিংসে পুরানের ছক্কা এখন ১২৮টি। ৭৫ ইনিংসে ১২৪টি ছক্কা মেরেছিলেন গেইল।
চার্লসের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৩, শাই হোপ ২৫, রভম্যান পাওয়েল ২৫ বলে করেছেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজ জমা পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্ম সর্বোচ্চ ২১৮ রানের স্কোর। আফগান বোলারদের মধ্যে ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব। একটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ও নাভিন উল হক।
২১৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ বল আগে ১১৪ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। আজমতউল্লাহ ২৩ ও রশিদ খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন নিয়েছেন ম্যাককয়। দুই বাঁহাতি স্পিনার আকিল ও গুডাকেশ মোটি নিয়েছেন ২টি করে উইকেট।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে অনায়াসে জেতে ‘সি’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। সেন্ট লুসিয়ায় নিজেদের মুখোমুখি লড়াইয়ে আজ জয়যাত্রা থামল আফগানদের। নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডের আগে ড্যারেন সামি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক রশিদ খান। পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২১৮ রান তোলে উইন্ডিজরা। লক্ষ্য তাড়ায় নেমে ওবেদ ম্যাককয়-আকিল হোসেনদের অসাধারণ বোলিংয়ে ১১৪ রানে থেমে যায় আফগানদের ইনিংস।
৬টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পুরান। শুরু থেকেই আফগান বোলারদের ওপর সপাটে ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বেশিক্ষণ থিতু হতে পারেনি ওপেনিং জুটি। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে দ্বিতীয় ওভারেই বোল্ড হয়েছেন ব্রেন্ডন কিং (৭)। জনসন চার্লসের সঙ্গে ভাঙে তাঁর ২২ রানের জুটি।
দ্বিতীয় ওভারে উইকেটে আসেন পুরান। চতুর্থ ওভারে ঝড় বইয়ে দেন আজমতউল্লাহর ওপর দিয়ে। ৩ ছক্কার সঙ্গে মারেন ২টি চার। ওই ওভারে একটি নো বল, লেগ বাই থেকে আরও একটি চার এবং ওয়াইডের সঙ্গে আরেকটি চার দেন এই আফগান পেসার। অতিরিক্ত ১০ রানসহ সেই ওভারে ৩৬ রান দেন আজমতউল্লাহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে যৌথভাবে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন আজমতউল্লাহ। এর আগে স্টুয়ার্ট ব্রড, আকিলা ধনাঞ্জয়া, করিম জানাত, মঙ্গোলিয়ার কামরান খানের পর ওভারে আজমত দিলেন ৩৬ রান। তারপর আর ওভার করতেই এলেন না তিনি।
পুরানের ঝড়ে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটিই সর্বোচ্চ রান তোলা। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস। মজার ব্যাপার হলো, ইনিংসের শেষ ওভারে পুরানকে (৯৮) রানআউটে ফেরান আজমতউল্লাহ। ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।
এই ইনিংসে ৮টি ছক্কা মেরে ক্রিস গেইলকে ছাড়িয়ে যান পুরান। ওয়েন্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে ৮৪ ইনিংসে পুরানের ছক্কা এখন ১২৮টি। ৭৫ ইনিংসে ১২৪টি ছক্কা মেরেছিলেন গেইল।
চার্লসের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৩, শাই হোপ ২৫, রভম্যান পাওয়েল ২৫ বলে করেছেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজ জমা পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্ম সর্বোচ্চ ২১৮ রানের স্কোর। আফগান বোলারদের মধ্যে ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব। একটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ও নাভিন উল হক।
২১৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ বল আগে ১১৪ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। আজমতউল্লাহ ২৩ ও রশিদ খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন নিয়েছেন ম্যাককয়। দুই বাঁহাতি স্পিনার আকিল ও গুডাকেশ মোটি নিয়েছেন ২টি করে উইকেট।
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে