সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলোঅন করাল না ভারত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৩

জসপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপেরমুখে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ দল। ২২৭ রানে এগিয়ে আছে ভারত। বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করার সুযোগ ছিল স্বাগতিকদের। তবে সেটি না করে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন রোহিত শর্মারা। 

 ১১২ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছিল বাংলাদেশ দল। ফলোঅন শঙ্কা উঁকি দিচ্ছিল তখনই। তৃতীয় সেশনে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে লেজের ব্যাটাররা সেভাবে সঙ্গ দিতে পারেননি তাঁকে। 

হাসান মাহমুদ (৯), তাসকিন (১১), নাহিদ (১১) সবাই এক এক করে ড্রেসিংরুম ফিরেছেন, ২৭ রানে অপরাজিত থাকেন মিরাজ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসও এটি। 

চেন্নাইয়ে প্রথম দিনের সকালের সঙ্গে দ্বিতীয় দিনের দুপুর-দুই সময়ে ভিন্ন দুই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা ভারতকে কাঁপিয়ে হলেও সিরিজের প্রথম টেস্টে এখন বাংলাদেশের বেহাল দশা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর দ্রুতই ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের জুটিতে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা কিছুটা সময়ের জন্য যেন আশায় বুক বেঁধেছিলেন। তবে চা পানের বিরতির আগে এই দুই ব্যাটারের উইকেট হারিয়ে সে আশাও মরে যায়। 

 ৯ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চের পর খেলতে নামে বাংলাদেশ। প্রথাগত টেস্ট মেজাজে খেলার বদলে শান্ত একটু ব্যাট চালিয়ে খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন। যেখানে ১২ তম ওভারের প্রথম বলে সিরাজের বল খোঁচা মারতে যান শান্ত। দ্বিতীয় স্লিপে সহজেই সেটা তালুবন্দী করেন বিরাট কোহলি। ৩০ বলে ৩ চারে ২০ রান করেন শান্ত। 

অধিনায়ক শান্তকে হারানোর ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারায় মুশফিকুর রহিমের উইকেট। ১৩ তম ওভারের প্রথম বলে তিনি (মুশফিক) বুমরার শিকার হয়েছেন। শান্ত, মুশফিকের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৪০ রান। বিপর্যস্ত পরিস্থিতিতে সাত নম্বরে ব্যাটিং করতে নামেন লিটন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিব ও লিটন বড় জুটি গড়ার দায়িত্ব নেন। আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন তাঁরা। 

সাকিব-লিটনের জুটি অবশ্য ৫০ পেরোতে না পেরোতেই ভেঙে গেছে। বলতে গেলে লিটন নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। ২৯ তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে যান লিটন। লং লেগ থেকে দৌঁড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। তিনি (জুরেল) একাদশে না থাকলেও বুমরার পরিবর্তে ফিল্ডিং করছেন। ৪২ বলে ৩ চারে ২২ রান করেন লিটন। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-লিটন যোগ করেন ৯৪ বলে ৫১ রান। 

এক ওভার বিরতিতে এসে জাদেজাই ফিরিয়েছেন সাকিবকে। ৩১ তম ওভারের তৃতীয় বলে রিভার্স সুইপ করতে যান সাকিব। বল বাম্প হয়েছে কি না সেটা চেক করতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠের আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায়, সেটা বটম এজ হয়েছে। ৬৪ বলে ৫ চারে ৩২ রান করেন সাকিব। ভারতের বুমরা ৪ টি, সিরাজ ৩টি ও জাদেজা ২টি উইকেট নিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত