Ajker Patrika

মোল্লা-মার্শালের সেঞ্চুরি, মেহেরবের ৬ 

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৯: ২৮
মোল্লা-মার্শালের সেঞ্চুরি, মেহেরবের ৬ 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ছন্দ আজ আর ধরে রাখতে পারেনি রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান থেকে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে তারা। খুলনার পেসার আল আমিন হোসেনের তোপেরমুখে ৪২৬ রানে থেমেছে রাজশাহীর প্রথম ইনিংস। 

শেষ ৪১ রানে রাজশাহী হারিয়েছে ৬ উইকেট। গতকাল ৯১ রানে অপরাজিত থাকা ফরহাদ হোসেন আজ ফিরেছেন ৯৩ রানে। শাখির হোসেন শুভ্র করেছেন ৬৮ রান। খুলনার আল আমিন নিয়েছেন ৫ উইকেট। পরে মেহেরব হোসেনের হোসেনের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি খুলনাও। ১৯৪ রানে অলআউট হয়ে গেছে তারা। রাজশাহীর মেহেরবই নিয়েছেন ৬ উইকেট। 

তবে সিলেট একাডেমি গ্রাউন্ডে এইচ মোল্লা (১২২) ও মার্শাল আইয়ুবের (১২৭) ২৫তম প্রথম শ্রেণির সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ৪০৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে বরিশাল। 

আরেক ম্যাচে ১৪৬ রানে সিলেটকে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা। ১ উইকেটে ৩৮ রানে দিন শেষ করেছে তারা। চট্টগ্রাম-রংপুরের ম্যাচে আজও ছিলও বৃষ্টি। ২১ ওভারে খেলা হয়েছে, ১ উইকেটে ৬৯ রান করেছে রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত