সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ছন্দ আজ আর ধরে রাখতে পারেনি রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান থেকে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে তারা। খুলনার পেসার আল আমিন হোসেনের তোপেরমুখে ৪২৬ রানে থেমেছে রাজশাহীর প্রথম ইনিংস।
শেষ ৪১ রানে রাজশাহী হারিয়েছে ৬ উইকেট। গতকাল ৯১ রানে অপরাজিত থাকা ফরহাদ হোসেন আজ ফিরেছেন ৯৩ রানে। শাখির হোসেন শুভ্র করেছেন ৬৮ রান। খুলনার আল আমিন নিয়েছেন ৫ উইকেট। পরে মেহেরব হোসেনের হোসেনের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি খুলনাও। ১৯৪ রানে অলআউট হয়ে গেছে তারা। রাজশাহীর মেহেরবই নিয়েছেন ৬ উইকেট।
তবে সিলেট একাডেমি গ্রাউন্ডে এইচ মোল্লা (১২২) ও মার্শাল আইয়ুবের (১২৭) ২৫তম প্রথম শ্রেণির সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ৪০৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে বরিশাল।
আরেক ম্যাচে ১৪৬ রানে সিলেটকে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা। ১ উইকেটে ৩৮ রানে দিন শেষ করেছে তারা। চট্টগ্রাম-রংপুরের ম্যাচে আজও ছিলও বৃষ্টি। ২১ ওভারে খেলা হয়েছে, ১ উইকেটে ৬৯ রান করেছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ছন্দ আজ আর ধরে রাখতে পারেনি রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান থেকে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে তারা। খুলনার পেসার আল আমিন হোসেনের তোপেরমুখে ৪২৬ রানে থেমেছে রাজশাহীর প্রথম ইনিংস।
শেষ ৪১ রানে রাজশাহী হারিয়েছে ৬ উইকেট। গতকাল ৯১ রানে অপরাজিত থাকা ফরহাদ হোসেন আজ ফিরেছেন ৯৩ রানে। শাখির হোসেন শুভ্র করেছেন ৬৮ রান। খুলনার আল আমিন নিয়েছেন ৫ উইকেট। পরে মেহেরব হোসেনের হোসেনের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি খুলনাও। ১৯৪ রানে অলআউট হয়ে গেছে তারা। রাজশাহীর মেহেরবই নিয়েছেন ৬ উইকেট।
তবে সিলেট একাডেমি গ্রাউন্ডে এইচ মোল্লা (১২২) ও মার্শাল আইয়ুবের (১২৭) ২৫তম প্রথম শ্রেণির সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ৪০৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে বরিশাল।
আরেক ম্যাচে ১৪৬ রানে সিলেটকে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা। ১ উইকেটে ৩৮ রানে দিন শেষ করেছে তারা। চট্টগ্রাম-রংপুরের ম্যাচে আজও ছিলও বৃষ্টি। ২১ ওভারে খেলা হয়েছে, ১ উইকেটে ৬৯ রান করেছে রংপুর।
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে