Ajker Patrika

বাংলাদেশের পেস বোলিং কোচের ২৭ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আন্দ্রে অ্যাডামসের রেকর্ড ভাঙলেন স্কট কুগলেইন। ছবি: ক্রিকইনফো
আন্দ্রে অ্যাডামসের রেকর্ড ভাঙলেন স্কট কুগলেইন। ছবি: ক্রিকইনফো

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আন্দ্রে অ্যাডামস খেলেছেন ২০১৫ সালে। নিউজিল্যান্ডের জার্সিতে খেলা ছেড়েছেন আরও আগে। সেই অ্যাডামস বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তাঁরই ২৭ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের স্কট কুগলেইন।

নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড আজ নিজের নামে লিখিয়ে নিলেন কুগলেইন। ডানেডিনে ২০২৪-২৫ মৌসুমের চলমান প্লাঙ্কেট শিল্ডের শেষ রাউন্ডে ওটাগোর বিপক্ষে ১৯ বলে ফিফটি করেছেন কুগলেইন। ৩৩ বছর বয়সী কিউই এই ক্রিকেটার রেকর্ডটা গড়েছেন নর্দান ডিস্ট্রিক্টসের দ্বিতীয় ইনিংসে। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল অ্যাডামসের। ১৯৯৭-৯৮ মৌসুমে অকল্যান্ডের হয়ে ১৯ বলে ফিফটি করেছিলেন ওটাগোর বিপক্ষে। সেটা অ্যাডামসের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ ছিল।

ডানেডিনে প্লাঙ্কেট শিল্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টস-ওটাগো ম্যাচ শুরু হয়েছে গত পরশু। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নর্দার্ন ডিস্ট্রিক্টস ৭ উইকেটে ৪১১ রানে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছিল। জবাবে ওটাগো ১৪৫ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে। তবে ওটাগোকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও সেটা নর্দার্ন ডিসট্রিক্টস করেনি। ১১ ওভারে ২ উইকেটে ১৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নর্দার্ন। ওপেনিংয়ে নেমে কুগলেইন ভাঙলেন ২৭ বছরের পুরোনো রেকর্ড। ২৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় খেলেন ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০৭ রানের লক্ষ্যে নেমে ৩ উইকেটে ১২০ রান করেছে।

ওটাগোর বিপক্ষে চলমান ম্যাচে দুই ইনিংসেই ঝোড়ো ব্যাটিং করেন। প্রথম ইনিংসে সাত নম্বরে নেমে ৩২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গীরা অবশ্য প্রথাগত টেস্ট মেজাজেই খেলছেন। নর্দার্ন ডিসট্রিক্টসের অধিনায়ক জিৎ রাভাল প্রথম ইনিংসে করেছেন ১৫৭ বলে ৫৪ রান। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭ বলে ১৪ রান করেছেন। দুই ইনিংসেই তিনি ওপেনিংয়ে নেমেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত