Ajker Patrika

বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

অনেক দিন ধরেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব চলছিল ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের। সেই দ্বন্দ্বের জেরেই আজ মন্ত্রিসভায় নিজের পদ হারালেন তিনি। তাঁকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। 

বরখাস্ত হওয়ার আগে জীবনসংশয়ের ঝুঁকিতে আছেন এমন অভিযোগ এনে শ্রীলঙ্কার পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন রানাসিংহে। তিনি বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করতে চাওয়ার জন্য আমাকে হত্যা করা হতে পারে। এমনটা আশঙ্কা করছি। আমাকে যদি রাস্তায় হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট এবং তাঁর চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’ 

এমন অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন রানাসিংহে। বরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কিছু না জানালেও খবরটির সত্যতা নিশ্চিত করেছে তাঁর অফিস। শুধু মন্ত্রিত্ব নয়, সরকারের অন্যান্য পদও হারিয়েছেন ৪৮ বছর বয়সী রানাসিংহে। 

এসএলসির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বের জেরেই রানাসিংহের এই পরিণতি হয়েছে। অনেক দিন ধরেই বোর্ডের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। বিশ্বকাপের ব্যর্থতায় সেটা আরও চরমে উঠে। এই সুযোগ নিয়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এসএলসিকে ভেঙে দিয়েছিলেন তিনি। 

পরে অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। যদিও পরের দিনই কমিটির কার্যক্রম স্থগিত করে দেন শ্রীলঙ্কার আদালত। তবে রানাসিংহের এই অযাচিত হস্তক্ষেপের কারণে পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পেতে হয় বড় শাস্তি। তাদের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত