Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার আট বিশ্বকাপ ভেন্যুর তালিকায় ওয়ান্ডারার্স-নিউল্যান্ডস

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯: ৩৭
দক্ষিণ আফ্রিকার আট বিশ্বকাপ ভেন্যুর তালিকায় ওয়ান্ডারার্স-নিউল্যান্ডস

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। দুই সহ-আয়োজক হিসেবে থাকবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেই বিশ্বকাপ শুরুর এখনো তিন বছরেরও বেশি সময় বাকি। তবে আগেভাগেই নিজেদের বিশ্বকাপ ভেন্যু ঠিক করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দুই সহ-আয়োজক অবশ্য এখনো ভেন্যু চূড়ান্ত করেনি।

আইসিসি অনুমোদিত ১১টি ক্রিকেট ভেন্যু রয়েছে দক্ষিণ আফ্রিকায়, যার আটটিকে বিশ্বকাপ ভেন্যু হিসেবে বাছাই করেছে দক্ষিণ আফ্রিকা। এই আট ভেন্যু হলো—স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডসের কেপটাউন, পার্লের বোল্যান্ড পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক এবং ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নির্বাচন নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, বিজ্ঞানসম্মতভাবে সব দিক খতিয়ে তবেই বিশ্বকাপের মাঠ চূড়ান্ত করা হয়েছে। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলোও ভেন্যু নির্বাচনে বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, ভেন্যু নির্বাচনে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত