নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।বোর্ড সভা হবে পরশু বেলা ৩টায়। ফারুকের সভাপতিত্বে নতুন বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি ফারুক হয়েছেন ২১ আগস্ট। জরুরি সেই সভা হয়েছিল সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। নতুন সভাপতির নেতৃত্বে এবারের বোর্ড সভা বিসিবির কার্যালয়েই হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ইসমাইল হায়দার মল্লিক, নাঈমুর রহমান দুর্জয়সহ আত্মগোপনে থাকা বোর্ড পরিচালকেরা পদত্যাগ করতে পারেন কিংবা সামনে জায়গাও হারাতে পারেন। কারণ, টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে ফারুক জরুরি ভিত্তিতে বোর্ড সভা ডাকবেন অনুপস্থিত পরিচালকদের জন্য। জরুরি সভায়ও যোগ না দিলে পরিচালকের পদ এমনি বাতিল হয়ে যাবে।
মল্লিক, দুর্জয়ের পাশাপাশি পদ হারানোর ঝুঁকিতে আছেন ওবেদ রশীদ নিজাম, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মর্তুজা, শফিউর রহমান চৌধুরী নাদেল, আ জ ম নাসিরদের মতো বোর্ড পরিচালকেরাও। তাতে আগামীকালের বোর্ড সভায় পরিচালকদের উপস্থিত থাকা একরকম বাধ্যতামূলক। নাসির এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
বিসিবির গত সপ্তাহের জরুরি সভায় নাজমুল হাসান পাপন ই-মেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেই সভায়ও দেখা যায়নি বিসিবির অনেক বোর্ড পরিচালককে। জরুরি বোর্ড সভায় ফারুক বিসিবির ১৫তম সভাপতি হওয়ার পর নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক হয়েছে। কোন গঠনতন্ত্র মেনে বিসিবিতে ফারুক-ফাহিমরা এসেছেন, সেটার ব্যাখ্যাও পরে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।বোর্ড সভা হবে পরশু বেলা ৩টায়। ফারুকের সভাপতিত্বে নতুন বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি ফারুক হয়েছেন ২১ আগস্ট। জরুরি সেই সভা হয়েছিল সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। নতুন সভাপতির নেতৃত্বে এবারের বোর্ড সভা বিসিবির কার্যালয়েই হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ইসমাইল হায়দার মল্লিক, নাঈমুর রহমান দুর্জয়সহ আত্মগোপনে থাকা বোর্ড পরিচালকেরা পদত্যাগ করতে পারেন কিংবা সামনে জায়গাও হারাতে পারেন। কারণ, টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে ফারুক জরুরি ভিত্তিতে বোর্ড সভা ডাকবেন অনুপস্থিত পরিচালকদের জন্য। জরুরি সভায়ও যোগ না দিলে পরিচালকের পদ এমনি বাতিল হয়ে যাবে।
মল্লিক, দুর্জয়ের পাশাপাশি পদ হারানোর ঝুঁকিতে আছেন ওবেদ রশীদ নিজাম, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মর্তুজা, শফিউর রহমান চৌধুরী নাদেল, আ জ ম নাসিরদের মতো বোর্ড পরিচালকেরাও। তাতে আগামীকালের বোর্ড সভায় পরিচালকদের উপস্থিত থাকা একরকম বাধ্যতামূলক। নাসির এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
বিসিবির গত সপ্তাহের জরুরি সভায় নাজমুল হাসান পাপন ই-মেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেই সভায়ও দেখা যায়নি বিসিবির অনেক বোর্ড পরিচালককে। জরুরি বোর্ড সভায় ফারুক বিসিবির ১৫তম সভাপতি হওয়ার পর নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক হয়েছে। কোন গঠনতন্ত্র মেনে বিসিবিতে ফারুক-ফাহিমরা এসেছেন, সেটার ব্যাখ্যাও পরে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে