অনলাইন ডেস্ক
বিসিবি ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১ হাজার ৪৫০ কেজি বা দেড় টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সেই পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্নতা রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার।
আজ বিসিবির বোর্ড সভার বড় অংশজুড়ে ছিল বিপিএলের বিতর্কিত কর্মকাণ্ড। সভা শেষে সংবাদমাধ্যমকে পরিচালক মাহবুব উল আনাম জানিয়েছেন, তাঁরা সব ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের পথ খুঁজবেন। আরেক পরিচালক ইফতেখার রহমান নিজেদের দোষত্রুটি স্বীকার করে নিয়ে বললেন, ‘কিছু কিছু দলের কিছু সমস্যা হচ্ছে। বোর্ড এগুলো চিহ্নিত করেছে। বিপিএলের সঙ্গে বাংলাদেশের নাম জড়িত ও বিসিবির সম্মান জড়িত। গুরুত্বের সঙ্গে বিষয়গুলো আমরা দেখব।’
মাহবুবও নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘দুটো তদন্ত কমিটিতে আমাকে থাকতে হয়েছে। বলার জন্য সুখকর নয়। যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, বেশির ভাগ নিচ্ছি। যদি না নিয়ে থাকি; যারা নেয়, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিসিবি কিছু কিছু জায়গায় সফল, তবে একটু সচেতন হলে এগুলো হতো না। হাত তুলে বলতে হবে যে আমাদের কোথায় ভুল আছে এবং এটা যেন না করি। আমাদের আরও বলিষ্ঠ হতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল ও মালিকদের নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বসে সব ঠিক করব। খেলোয়াড়দের পূর্ণ আশ্বস্ত রাখা দরকার। চুক্তি অনুযায়ী সব পূরণ করা হবে।’
বিসিবি ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১ হাজার ৪৫০ কেজি বা দেড় টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সেই পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্নতা রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার।
আজ বিসিবির বোর্ড সভার বড় অংশজুড়ে ছিল বিপিএলের বিতর্কিত কর্মকাণ্ড। সভা শেষে সংবাদমাধ্যমকে পরিচালক মাহবুব উল আনাম জানিয়েছেন, তাঁরা সব ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের পথ খুঁজবেন। আরেক পরিচালক ইফতেখার রহমান নিজেদের দোষত্রুটি স্বীকার করে নিয়ে বললেন, ‘কিছু কিছু দলের কিছু সমস্যা হচ্ছে। বোর্ড এগুলো চিহ্নিত করেছে। বিপিএলের সঙ্গে বাংলাদেশের নাম জড়িত ও বিসিবির সম্মান জড়িত। গুরুত্বের সঙ্গে বিষয়গুলো আমরা দেখব।’
মাহবুবও নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘দুটো তদন্ত কমিটিতে আমাকে থাকতে হয়েছে। বলার জন্য সুখকর নয়। যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, বেশির ভাগ নিচ্ছি। যদি না নিয়ে থাকি; যারা নেয়, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিসিবি কিছু কিছু জায়গায় সফল, তবে একটু সচেতন হলে এগুলো হতো না। হাত তুলে বলতে হবে যে আমাদের কোথায় ভুল আছে এবং এটা যেন না করি। আমাদের আরও বলিষ্ঠ হতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল ও মালিকদের নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বসে সব ঠিক করব। খেলোয়াড়দের পূর্ণ আশ্বস্ত রাখা দরকার। চুক্তি অনুযায়ী সব পূরণ করা হবে।’
হাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৭ মিনিট আগেভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
২ ঘণ্টা আগেকিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
৪ ঘণ্টা আগে