নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
একসময় দারুণ বন্ধুত্ব ছিল তামিম ইকবাল আর সাকিব আল হাসানের। কিন্তু সে সম্পর্ক অটুট থাকেনি। শুরু হয়েছে টানাপোড়েন। তবে দুজনেই ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে উপস্থিত মাঠে। একজন ধারাভাষ্যকার হিসেবে, আরেকজন খেলোয়াড় হিসেবে।
আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও ধরা হচ্ছে ধারাভাষ্যে ঢুকে পড়া তামিমের ক্যারিয়ার শেষ। কিন্তু সাকিব ৩৭ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন। এই বয়সে মাঠের সাকিবকে কীভাবে দেখছেন তামিম?
ম্যাচের মাঝে বিরতিতে নিয়মিতই তামিম স্থানীয় টিভি চ্যানেল স্পোর্টস এইটিনের বুম হাতে মাঠে এসে খেলার বিশ্লেষণ দিয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার পার্থিব প্যাটেলের সঙ্গে। আর ধারাভাষ্যকক্ষে বসে ভারতের দুই ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও রবি শাস্ত্রীর সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন। কথা বলার একপর্যায়ে একসময়ের সতীর্থ সাকিবকে প্রশংসায় ভাসান তামিম, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে তার খেলার ভিডিও এবং হাইলাইটস দেখেছি। আমার মনে হয়, সে তার বলের গতি কিছুটা বাড়িয়েছে, যেটাকে আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি।’
সারের সে ম্যাচে এবং তারও আগে পাকিস্তান সফরেও ব্যাটে রান পাননি সাকিব। এ নিয়ে তামিম বলেন, ‘মনে হয় সে ব্যাট হাতে ফর্মে নেই। পাকিস্তান সফরে সে খুব বেশি উইকেট পায়নি, তবে দুর্দান্ত বোলিং করেছে।’
পাকিস্তান সিরিজে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁকেই সাকিবের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে এনে হার্শা তামিমের মতামত জানতে চান। তার জবাবে তামিম বলেন, ‘মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন।’
সাকিব যেহেতু ব্যাট হাতে সংগ্রাম করছেন, মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তামিম। বাংলাদেশ ওপেনার এ নিয়ে জানান, মিরাজ এখন ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী। এ নিয়ে তামিমের কথা, ‘মিরাজ শুধু পেস বল নয়, স্পিনের বিপক্ষেও দারুণ খেলছে। তার সাম্প্রতিক পারফরম্যান্সে স্পষ্ট, সে শীর্ষ পাঁচে ব্যাট করতে প্রস্তুত। অন্যদিকে, সাকিব গত কিছু ম্যাচে ব্যাটিংয়ে সংগ্রাম করছে। তাই টিম ম্যানেজমেন্ট মিরাজকে সাকিবের জায়গায় ওপরের অর্ডারে তুলে পরীক্ষা করতে পারে।’
একসময় দারুণ বন্ধুত্ব ছিল তামিম ইকবাল আর সাকিব আল হাসানের। কিন্তু সে সম্পর্ক অটুট থাকেনি। শুরু হয়েছে টানাপোড়েন। তবে দুজনেই ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে উপস্থিত মাঠে। একজন ধারাভাষ্যকার হিসেবে, আরেকজন খেলোয়াড় হিসেবে।
আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও ধরা হচ্ছে ধারাভাষ্যে ঢুকে পড়া তামিমের ক্যারিয়ার শেষ। কিন্তু সাকিব ৩৭ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন। এই বয়সে মাঠের সাকিবকে কীভাবে দেখছেন তামিম?
ম্যাচের মাঝে বিরতিতে নিয়মিতই তামিম স্থানীয় টিভি চ্যানেল স্পোর্টস এইটিনের বুম হাতে মাঠে এসে খেলার বিশ্লেষণ দিয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার পার্থিব প্যাটেলের সঙ্গে। আর ধারাভাষ্যকক্ষে বসে ভারতের দুই ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও রবি শাস্ত্রীর সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন। কথা বলার একপর্যায়ে একসময়ের সতীর্থ সাকিবকে প্রশংসায় ভাসান তামিম, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে তার খেলার ভিডিও এবং হাইলাইটস দেখেছি। আমার মনে হয়, সে তার বলের গতি কিছুটা বাড়িয়েছে, যেটাকে আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি।’
সারের সে ম্যাচে এবং তারও আগে পাকিস্তান সফরেও ব্যাটে রান পাননি সাকিব। এ নিয়ে তামিম বলেন, ‘মনে হয় সে ব্যাট হাতে ফর্মে নেই। পাকিস্তান সফরে সে খুব বেশি উইকেট পায়নি, তবে দুর্দান্ত বোলিং করেছে।’
পাকিস্তান সিরিজে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁকেই সাকিবের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে এনে হার্শা তামিমের মতামত জানতে চান। তার জবাবে তামিম বলেন, ‘মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন।’
সাকিব যেহেতু ব্যাট হাতে সংগ্রাম করছেন, মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তামিম। বাংলাদেশ ওপেনার এ নিয়ে জানান, মিরাজ এখন ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী। এ নিয়ে তামিমের কথা, ‘মিরাজ শুধু পেস বল নয়, স্পিনের বিপক্ষেও দারুণ খেলছে। তার সাম্প্রতিক পারফরম্যান্সে স্পষ্ট, সে শীর্ষ পাঁচে ব্যাট করতে প্রস্তুত। অন্যদিকে, সাকিব গত কিছু ম্যাচে ব্যাটিংয়ে সংগ্রাম করছে। তাই টিম ম্যানেজমেন্ট মিরাজকে সাকিবের জায়গায় ওপরের অর্ডারে তুলে পরীক্ষা করতে পারে।’
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে