Ajker Patrika

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন 

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি। সেই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ তৃতীয় ও শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে টসে হারলেও হতাশ নন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি প্রথমে বল নিয়ে খুশি। টস কোনো ব্যাপার না। আমাদের দলে দুটি পরিবর্তন এসেছে। তামিম ও মাহেদী দলে এসেছে।’ 

দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। 

ভারতের একাদশে এসেছে এক পরিবর্তন। পেসার আর্শদীপ সিংয়ের পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার রবি বিষ্ণুইকে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। 

ভারত একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত