ওয়ার্ন-কুম্বলেকে ছাড়িয়ে অশ্বিনের রেকর্ড, সামনে শুধু মুরালি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৪
Thumbnail image

বয়সটা ৩৮ হয়ে গেছে, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিং-বোলিংয়ে এখনো সেই তারুণ্যের ঝলক। চেন্নাই টেস্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। দলের বিপর্যয়ে ঢাল হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়ে ম্যাচসেরার পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন অশ্বিনই। টপ অর্ডারের সাদমান ইসলাম, মুমিনুল হক, মিডল অর্ডারের মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লোয়ার অর্ডার তাসকিন আহমেদের উইকেট নিয়েছেন নিজের ঝুলিতে। 

২১ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে অশ্বিনের শিকার ৬ উইকেট। গড়লেন দারুণ কীর্তি। ১০১ টেস্টে ইনিংসে ৩৭তম বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। কিংবদন্তি অনিল কুম্বলে ও রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে বসলেন শেন ওয়ার্নের পাশে। 

ভারতের সাবেক লেগ স্পিনার কুম্বলে ১৩২ টেস্টে ৫ উইকেট নিয়েছেন ৩৫ বার। ৮৬ টেস্টে নিউজিল্যান্ডের সাবেক পেসার হ্যাডলি ইনিংসে ৫ উইকেট শিকার ৩৫ বার। ১৪৫ টেস্টে অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন ইনিংসে ৩৭ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। 

সমান ৩৭ বার করে ৫ উইকেট পেলেও ওয়ার্নের চেয়ে ৪৪ টেস্ট কম খেলেছেন অশ্বিন। এ তালিকায় তাই ওয়ার্নের ওপরেই থাকছেন অশ্বিন। টেস্টে সর্বোচ্চ ৬৭ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড আছে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। এ জন্য তাঁর লেগেছে ১৩৩ টেস্ট। 

টেস্টে ৫২২ উইকেট অশ্বিনের। লাল বলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। শীর্ষে থাকা কুম্বলের ৬১৯ উইকেট। বোলিংয়ের পাশাপাশি ক্রিকেটের দীর্ঘ সংস্করণে ব্যাট হাতেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অশ্বিন। ৬টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটিসহ নামের পাশে রয়েছে ৩৪২২ রান। 

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল ভারত। সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ১৯৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলের ভালো সংগ্রহে ভূমিকা রাখেন অশ্বিন। খেলেছেন ১১৩ রানের অসাধারণ এক ইনিংস। 

জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল অশ্বিনের অবদান প্রসঙ্গে। ভারতের অধিনায়ক বললেন, ‘বছরের পর বছর অশ্বিন আমাদের জন্য অবদান রেখে যাচ্ছে। ঠিক জানি না, এখানে যা বলব, তাতে দলে তার অবদানের পুরোটা প্রকাশ পাবে কি না। অশ্বিন এখানে আসবে এবং আপনি তার সঙ্গেই কথা বলুন। কী করেছে, তা বলার জন্য সঠিক ব্যক্তি তো সে নিজেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত