ইংল্যান্ডের সঙ্গে এবার ‘প্রতিশোধ’ নিতে মুখিয়ে ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৬: ০৮
Thumbnail image

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—খেলাধুলার জগতে এমন কথা ঘুরেফিরে আসবে বারবার। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে গায়ানায়। রোহিত শর্মার মতে, এবারের গল্পটা হবে ভিন্ন। 

অ্যাডিলেডে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। তাঁর নেতৃত্বে সেমিফাইনালে ভারত ১০ উইকেটে হেরে যায় ইংল্যান্ডের কাছে।  সেন্ট লুসিয়ায় গত রাতে সেই রোহিতের নেতৃত্বে ভারত ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৪১ বলে ৭ চার ও ৮ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক।গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত-ইংল্যান্ড সেমির প্রসঙ্গে রোহিত বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে খেলাটা দারুণ হবে। আমাদের জন্য কিছুই বদলাবে না। দল হিসেবে আমরা কীভাবে খেলব, ভাবছি শুধু সেটা নিয়েই।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে ভারতের নেট রানরেট ছিল ‍+২.৪২৫। সেমির পথে অনেকটা এগিয়ে থাকলেও নেট রানরেটের মারপ্যাঁচে বাদ পড়তে পারত ভারত। সে কারণে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। মিচেল স্টার্ক যখন ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন, সেই ওভারে ভারতীয় অধিনায়ক মেরেছেন ৪ ছক্কা ও ১ চার। শেষ পর্যন্ত ভারত করেছে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান। ম্যাচ জয়ের সম্ভাবনা কিছুটা থাকলেও অস্ট্রেলিয়ার পক্ষে তা আর সম্ভব হয়নি ভারতের দুর্দান্ত বোলিংয়ে। রোহিত বলেন, ‘আমরা এমন প্রতিপক্ষের হুমকির ব্যাপারে জানতাম। তবে আমাদের সেরাটা দিয়েই খেলেছি। এখান থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। ২০০ অবশ্যই দারুণ স্কোর। তবে এমন ভেন্যুতে যেকোনো কিছুই সম্ভব। কারণ বাতাসেরও এখানে অবদান রয়েছে। কন্ডিশনটা আমরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি বলে আমি মনে করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত