ক্রীড়া ডেস্ক
প্রথমবার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে পাকিস্তান ব্যাটার পেলেও আইসিসির এই পুরস্কারে এখন রাজ করছেন সূর্যকুমার যাদব।
রিজওয়ানের পর ২০২২ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে বর্ষসেরা হয়েছিলেন সুর্যকুমার। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় ব্যাটার। টানা দ্বিতীয়বার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটার।
সেরা হতে পেছনে সূর্য ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান এবং উগান্ডার আলপেস রামজানিকে। অবশ্য এক রকম অনুমিতই ছিল প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আবারও পুরস্কার জিতবেন তিনি। কেননা গত বছরের সংক্ষিপ্ত পরিসংখ্যানই ভারতীয় ব্যাটারের পক্ষে কথা বলেছে। আইসিসির পূর্ণ সদস্যে দলগুলোর ব্যাটারদের মধ্যে চার-ছক্কার সংস্করণে সর্বোচ্চ রান করেন তিনি।
সূর্য ১৭ ইনিংসে করেন ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়ের ইনিংসে সর্বশেষ বছর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৭টি। তার মধ্যে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার দুটি সেঞ্চুরি করেছেন তিনি। আর স্ট্রাইকরেট ছিল ১৫৫.৯৫।
আজ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। এবারের পুরস্কারটি জিতেছেন হেইলি ম্যাথুস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। গত বছর ১৪ ইনিংসে ৭০০ রান করেছেন তিনি। ১৩২.৩২ স্ট্রাইকরেটের বছরে ১ সেঞ্চুরির বিপরীতে ৪ ফিফটি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গে বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট।
অন্যদিকে ২০২৩ সালের সহযোগী দলের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি। আর মেয়েদের হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল।
প্রথমবার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে পাকিস্তান ব্যাটার পেলেও আইসিসির এই পুরস্কারে এখন রাজ করছেন সূর্যকুমার যাদব।
রিজওয়ানের পর ২০২২ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে বর্ষসেরা হয়েছিলেন সুর্যকুমার। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় ব্যাটার। টানা দ্বিতীয়বার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটার।
সেরা হতে পেছনে সূর্য ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান এবং উগান্ডার আলপেস রামজানিকে। অবশ্য এক রকম অনুমিতই ছিল প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আবারও পুরস্কার জিতবেন তিনি। কেননা গত বছরের সংক্ষিপ্ত পরিসংখ্যানই ভারতীয় ব্যাটারের পক্ষে কথা বলেছে। আইসিসির পূর্ণ সদস্যে দলগুলোর ব্যাটারদের মধ্যে চার-ছক্কার সংস্করণে সর্বোচ্চ রান করেন তিনি।
সূর্য ১৭ ইনিংসে করেন ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়ের ইনিংসে সর্বশেষ বছর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৭টি। তার মধ্যে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার দুটি সেঞ্চুরি করেছেন তিনি। আর স্ট্রাইকরেট ছিল ১৫৫.৯৫।
আজ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। এবারের পুরস্কারটি জিতেছেন হেইলি ম্যাথুস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। গত বছর ১৪ ইনিংসে ৭০০ রান করেছেন তিনি। ১৩২.৩২ স্ট্রাইকরেটের বছরে ১ সেঞ্চুরির বিপরীতে ৪ ফিফটি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গে বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট।
অন্যদিকে ২০২৩ সালের সহযোগী দলের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি। আর মেয়েদের হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল।
পার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২৯ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগে