ক্রীড়া ডেস্ক
স্বপ্নের অভিষেক হয়তো একেই বলে। ম্যাথু ব্রিটজকে সেঞ্চুরি তো করেছেনই, ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডও। লাহোরে নিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার।
আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৩৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৪৮ রান করেন তিনি। এরপর অভিষেকে অনেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু তাকে টপকাতে পারেননি কেউই।
৪৭ বছর পর আসনটি নিজের করে নিলেন ব্রিটজকে। তাঁর আগে অভিষেকে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ ছিল কলিন ইনগ্রামের। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলেন তিনি।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে (এসএ-২০) ফর্মে ছিলেন না ব্রিটজকে। ৭ ম্যাচে কেবল ১১৭ রান করতে পেরেছেন তিনি। ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে রানে ফেরার আভাস দিলেন এই ওপেনার। তাঁর সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৩০৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২১ রান করেছে কিউইরা।
স্বপ্নের অভিষেক হয়তো একেই বলে। ম্যাথু ব্রিটজকে সেঞ্চুরি তো করেছেনই, ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডও। লাহোরে নিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার।
আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৩৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৪৮ রান করেন তিনি। এরপর অভিষেকে অনেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কিন্তু তাকে টপকাতে পারেননি কেউই।
৪৭ বছর পর আসনটি নিজের করে নিলেন ব্রিটজকে। তাঁর আগে অভিষেকে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ ছিল কলিন ইনগ্রামের। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলেন তিনি।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে (এসএ-২০) ফর্মে ছিলেন না ব্রিটজকে। ৭ ম্যাচে কেবল ১১৭ রান করতে পেরেছেন তিনি। ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে রানে ফেরার আভাস দিলেন এই ওপেনার। তাঁর সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৩০৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২১ রান করেছে কিউইরা।
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৫ ঘণ্টা আগে