শুধু মাঠেই নয়, উপমহাদেশের ক্রিকেটারদের লড়াইটা চলে সামাজিক মাধ্যমেও। তারকা হলে তো কথাই নেই। অফ ফর্মে থাকলে সামাজিক মাধ্যমে চলে ব্যঙ্গ-বিদ্রূপ। বাবর আজমকে আপাতত ফেসবুক, এক্স থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—পরপর দুটি আইসিসি ইভেন্টে বাবরের নেতৃত্বে পাকিস্তান ব্যর্থ হয়েছে, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলটি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। টেস্টে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২২-এর ডিসেম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই তাঁর সবশেষ ফিফটি পেরোনো স্কোর। অফ ফর্মে থাকা বাবরকে নেটিজেনরা ‘জিম্বাবর’ বলে ব্যঙ্গ করেন প্রায়ই। পাকিস্তানি তারকা ক্রিকেটারকে রমিজ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রথমত, সামাজিক মাধ্যমে যাওয়াই যাবে না। দ্বিতীয়ত, বর্তমান অবস্থা নিয়ে মনোযোগী হতে হবে। রান না পেলে তখন সেটা মানসিক খেলায় রূপান্তরিত হয় এবং অন্য ভাবনা চলে আসে মাথায়। বাবরের চেহারায় দুশ্চিন্তাও দেখা যাচ্ছে।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বাবর। দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি। ২২ রান করে বাবর বোল্ড হয়েছেন নাহিদ রানার বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। রানের জন্য ধুঁকতে থাকা বাবরকে নিয়ে রমিজ বলেন, ‘রান করা এক কথা, কিন্তু যেভাবে ব্যাটিং করছে, তাতে কি সে খুশি? শেষ ইনিংসে সে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছে। সেটার মানে তার ব্যাটিং অ্যাঙ্গেল ঠিক নেই। সে খেলার ধরনটাই ভুলে গেছে। কারণ সে উইকেটে বেশি সময় কাটাতে পারছে না।’
২০২২-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে পাকিস্তান খেলেছে ৯ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গত আড়াই বছরে একটা ম্যাচও জিততে পারেনি নিজেদের মাঠে। হেরেছে পাঁচ ম্যাচ এবং ড্র চার ম্যাচ। দলের হতশ্রী অবস্থায় বাবরকে ‘বলির পাঁঠা’ বানানোর ব্যাপারটি পছন্দ নয় রমিজের, ‘মনে হয় বাবর ছাড়া আর কোনো সমস্যাই নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন যে দল হারল, সেও রান পায়নি আর মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায়, কীভাবে আমরা হারলাম? সে কী করল? কী তাঁর অবদান? পাশাপাশি সামাজিক মাধ্যম তো আছেই। যে কেউ এখানে হাসি-তামাশা করতে পারেন। এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।’
শুধু মাঠেই নয়, উপমহাদেশের ক্রিকেটারদের লড়াইটা চলে সামাজিক মাধ্যমেও। তারকা হলে তো কথাই নেই। অফ ফর্মে থাকলে সামাজিক মাধ্যমে চলে ব্যঙ্গ-বিদ্রূপ। বাবর আজমকে আপাতত ফেসবুক, এক্স থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—পরপর দুটি আইসিসি ইভেন্টে বাবরের নেতৃত্বে পাকিস্তান ব্যর্থ হয়েছে, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলটি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। টেস্টে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২২-এর ডিসেম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই তাঁর সবশেষ ফিফটি পেরোনো স্কোর। অফ ফর্মে থাকা বাবরকে নেটিজেনরা ‘জিম্বাবর’ বলে ব্যঙ্গ করেন প্রায়ই। পাকিস্তানি তারকা ক্রিকেটারকে রমিজ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রথমত, সামাজিক মাধ্যমে যাওয়াই যাবে না। দ্বিতীয়ত, বর্তমান অবস্থা নিয়ে মনোযোগী হতে হবে। রান না পেলে তখন সেটা মানসিক খেলায় রূপান্তরিত হয় এবং অন্য ভাবনা চলে আসে মাথায়। বাবরের চেহারায় দুশ্চিন্তাও দেখা যাচ্ছে।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বাবর। দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি। ২২ রান করে বাবর বোল্ড হয়েছেন নাহিদ রানার বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। রানের জন্য ধুঁকতে থাকা বাবরকে নিয়ে রমিজ বলেন, ‘রান করা এক কথা, কিন্তু যেভাবে ব্যাটিং করছে, তাতে কি সে খুশি? শেষ ইনিংসে সে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছে। সেটার মানে তার ব্যাটিং অ্যাঙ্গেল ঠিক নেই। সে খেলার ধরনটাই ভুলে গেছে। কারণ সে উইকেটে বেশি সময় কাটাতে পারছে না।’
২০২২-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে পাকিস্তান খেলেছে ৯ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গত আড়াই বছরে একটা ম্যাচও জিততে পারেনি নিজেদের মাঠে। হেরেছে পাঁচ ম্যাচ এবং ড্র চার ম্যাচ। দলের হতশ্রী অবস্থায় বাবরকে ‘বলির পাঁঠা’ বানানোর ব্যাপারটি পছন্দ নয় রমিজের, ‘মনে হয় বাবর ছাড়া আর কোনো সমস্যাই নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন যে দল হারল, সেও রান পায়নি আর মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায়, কীভাবে আমরা হারলাম? সে কী করল? কী তাঁর অবদান? পাশাপাশি সামাজিক মাধ্যম তো আছেই। যে কেউ এখানে হাসি-তামাশা করতে পারেন। এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।’
ডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১১ ঘণ্টা আগেডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে