ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে পরশু অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের জন্য ঠিক পরিকল্পনায় এগোচ্ছিল ভারত। জাকের আলী অনিক ভারতের পাতা ফাঁদে প্রায় পা দিয়েই ফেলেছিলেন। কিন্তু রোহিত শর্মার লোপ্পা ক্যাচ মিসের কারণে সব মাঠেই মারা যায়।
বাংলাদেশের বিপক্ষে এমন লোপ্পা ক্যাচ মিসের পর দুবাইয়ের মাঠে হতাশায় একের পর এক চাপড় মেরেছেন রোহিত। এমনকি ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন, অক্ষরকে তিনি ডিনার করাবেন। আইসিসি রিভিউতে রিকি পন্টিং কথা বলেছেন রোহিতের এই ক্যাচ মিস নিয়ে। যেটা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ দুপুরে প্রকাশ করেছে। রোহিতের ক্যাচ মিস নিয়ে কথা বলতে গিয়ে হেসে দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমি রোহিতকে বলতে শুনেছি অক্ষরকে সে (রোহিত) ডিনার করাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে হ্যাটট্রিকের ক্যাচ মিসের জন্য ডিনারের চেয়েও বেশি কিছু করানো উচিত।’
পন্টিংয়ের মতে রোহিত, অক্ষর দুজনের মধ্যেই হ্যাটট্রিক মিস নিয়ে হতাশা কাজ করবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বলেন, ‘এটা কি আদৌ কঠিন ছিল? রোহিত তো এর চেয়েও ভালো ক্যাচ ধরেছে। আমি নিশ্চিত অক্ষর, রোহিত দুজনেই তাতে হতাশ হবে। আগামী কয়েক বছর এটা নিয়ে অনেক ব্যঙ্গ-বিদ্রুপ হবে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারত জিতেছে ২১ বল হাতে রেখে ৬ উইকেটে। তবে অক্ষরের হ্যাটট্রিক মিস হওয়ায় রোহিতকে নিয়ে চলছে সমালোচনা। পন্টিংকে আইসিসি প্রিভিউয়ের উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘ড্রেসিংরুমে এটার প্রভাব কত দিন থাকবে বলে মনে করছেন?’ পন্টিং বলছেন, ‘অবশ্যই থাকবে। কোনো সন্দেহ নেই। অক্ষর প্যাটেলের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের মুহূর্ত কবে আসবে, কেউ কি বলতে পারবেন?’
‘এ’ গ্রুপে +১.২০ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ভারতের নেট রানরেট +০.৪০৮। দুবাইয়ে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পরশু বাংলাদেশের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।
দুবাইয়ে পরশু অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের জন্য ঠিক পরিকল্পনায় এগোচ্ছিল ভারত। জাকের আলী অনিক ভারতের পাতা ফাঁদে প্রায় পা দিয়েই ফেলেছিলেন। কিন্তু রোহিত শর্মার লোপ্পা ক্যাচ মিসের কারণে সব মাঠেই মারা যায়।
বাংলাদেশের বিপক্ষে এমন লোপ্পা ক্যাচ মিসের পর দুবাইয়ের মাঠে হতাশায় একের পর এক চাপড় মেরেছেন রোহিত। এমনকি ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন, অক্ষরকে তিনি ডিনার করাবেন। আইসিসি রিভিউতে রিকি পন্টিং কথা বলেছেন রোহিতের এই ক্যাচ মিস নিয়ে। যেটা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ দুপুরে প্রকাশ করেছে। রোহিতের ক্যাচ মিস নিয়ে কথা বলতে গিয়ে হেসে দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমি রোহিতকে বলতে শুনেছি অক্ষরকে সে (রোহিত) ডিনার করাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে হ্যাটট্রিকের ক্যাচ মিসের জন্য ডিনারের চেয়েও বেশি কিছু করানো উচিত।’
পন্টিংয়ের মতে রোহিত, অক্ষর দুজনের মধ্যেই হ্যাটট্রিক মিস নিয়ে হতাশা কাজ করবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বলেন, ‘এটা কি আদৌ কঠিন ছিল? রোহিত তো এর চেয়েও ভালো ক্যাচ ধরেছে। আমি নিশ্চিত অক্ষর, রোহিত দুজনেই তাতে হতাশ হবে। আগামী কয়েক বছর এটা নিয়ে অনেক ব্যঙ্গ-বিদ্রুপ হবে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারত জিতেছে ২১ বল হাতে রেখে ৬ উইকেটে। তবে অক্ষরের হ্যাটট্রিক মিস হওয়ায় রোহিতকে নিয়ে চলছে সমালোচনা। পন্টিংকে আইসিসি প্রিভিউয়ের উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘ড্রেসিংরুমে এটার প্রভাব কত দিন থাকবে বলে মনে করছেন?’ পন্টিং বলছেন, ‘অবশ্যই থাকবে। কোনো সন্দেহ নেই। অক্ষর প্যাটেলের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের মুহূর্ত কবে আসবে, কেউ কি বলতে পারবেন?’
‘এ’ গ্রুপে +১.২০ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ভারতের নেট রানরেট +০.৪০৮। দুবাইয়ে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পরশু বাংলাদেশের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।
ডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১২ ঘণ্টা আগেডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন
১২ ঘণ্টা আগে২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে