ক্রীড়া ডেস্ক
তৃতীয় টি-টোয়েন্টির সেই দুঃস্বপ্ন যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সিলেটে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন স্লিঙ্গা স্টাইলে বোলিং করা নুয়ান তুশারা।
সংস্করণ বদলে আজ চট্টগ্রামে ওয়ানডে খেলতে নেমেও অনেকটা একই অবস্থা বাংলাদেশের। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ৩ হারিয়ে প্রথম ওয়ানডেতে ধুঁকছে বাংলাদেশ। শুরুটা হয়েছে লিটন দাসের বিদায় দিয়ে। ইনিংস শুরু করতে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ‘গোল্ডেন ডাক’ মারলেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন উইকেটরক্ষক ব্যাটার।
ইনিংসের প্রথম বলেই লিটনকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা দেওয়া দিলশান মাদুশঙ্কা নিজের ফিরতি ওভারে এসে তুলে নেন আরেক ওপেনার সৌম্য সরকারকেও। দলীয় ১৪ রানের সময় ৯ বলে ব্যক্তিগত ৩ রান করে মহীশ তিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটার।
লিটন-সৌম্য দ্রুত ফিরে যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দুজনের হলোটা কি? শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে তিন ম্যাচ মিলে ৪৩ রান করেছিলেন লিটন। এর মধ্যে দ্বিতীয়টিতে করেছিলেন ৩৬। বাকি ৭ রান এসেছে শেষটিতে। ওয়ানডেতেও সম্প্রতি তাঁর ব্যাটে রান নেই। সর্বশেষ ফিফটি হাঁকিয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে। ৯ ম্যাচ ধরে ফিফটি না পাওয়া লিটন তো সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের পুনরুত্থান ঘটানো সৌম্য সর্বশেষ দুই ম্যাচে করেছেন ৪ ও ৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও সংক্ষিপ্ত সংস্করণ সুলভ ব্যাটিং ছিল না তাঁর।
চট্টগ্রামে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ যখন কাঁপছে তখন উইকেটে এসে দলকে টেনে তোলার বিপরীতে বোল্ড হয়ে ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৩ রান করা উদীয়মান ব্যাটারকে আউট করে দলকে তৃতীয় সাফল্য এনে প্রমোদ মাদুশান। অপর প্রান্ত আগলে রেখে সতীর্থদের ড্রেসিংরুমে ফেরান দেখছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইতিমধ্যে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়েও নিয়েছেন শান্ত-মাহমুদউল্লাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। ২৬ রান করা শান্তর সঙ্গে ২৯ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
তৃতীয় টি-টোয়েন্টির সেই দুঃস্বপ্ন যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সিলেটে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন স্লিঙ্গা স্টাইলে বোলিং করা নুয়ান তুশারা।
সংস্করণ বদলে আজ চট্টগ্রামে ওয়ানডে খেলতে নেমেও অনেকটা একই অবস্থা বাংলাদেশের। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ৩ হারিয়ে প্রথম ওয়ানডেতে ধুঁকছে বাংলাদেশ। শুরুটা হয়েছে লিটন দাসের বিদায় দিয়ে। ইনিংস শুরু করতে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ‘গোল্ডেন ডাক’ মারলেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন উইকেটরক্ষক ব্যাটার।
ইনিংসের প্রথম বলেই লিটনকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা দেওয়া দিলশান মাদুশঙ্কা নিজের ফিরতি ওভারে এসে তুলে নেন আরেক ওপেনার সৌম্য সরকারকেও। দলীয় ১৪ রানের সময় ৯ বলে ব্যক্তিগত ৩ রান করে মহীশ তিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটার।
লিটন-সৌম্য দ্রুত ফিরে যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দুজনের হলোটা কি? শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে তিন ম্যাচ মিলে ৪৩ রান করেছিলেন লিটন। এর মধ্যে দ্বিতীয়টিতে করেছিলেন ৩৬। বাকি ৭ রান এসেছে শেষটিতে। ওয়ানডেতেও সম্প্রতি তাঁর ব্যাটে রান নেই। সর্বশেষ ফিফটি হাঁকিয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে। ৯ ম্যাচ ধরে ফিফটি না পাওয়া লিটন তো সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের পুনরুত্থান ঘটানো সৌম্য সর্বশেষ দুই ম্যাচে করেছেন ৪ ও ৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও সংক্ষিপ্ত সংস্করণ সুলভ ব্যাটিং ছিল না তাঁর।
চট্টগ্রামে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ যখন কাঁপছে তখন উইকেটে এসে দলকে টেনে তোলার বিপরীতে বোল্ড হয়ে ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৩ রান করা উদীয়মান ব্যাটারকে আউট করে দলকে তৃতীয় সাফল্য এনে প্রমোদ মাদুশান। অপর প্রান্ত আগলে রেখে সতীর্থদের ড্রেসিংরুমে ফেরান দেখছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইতিমধ্যে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়েও নিয়েছেন শান্ত-মাহমুদউল্লাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। ২৬ রান করা শান্তর সঙ্গে ২৯ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২১ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে