সুযোগ কাজে লাগাতে পারলেন না বিজয়, ফিরলেন শান্তও

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৫: ৩০
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫: ৩৭

বাজে পারফরম্যান্সের কারণে লিটন দাস দল থেকে বাদ পড়ায় একাদশে সুযোগ পান এনামুল হক বিজয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। পেসার লাহিরু কুমারার আউটসাইড অফ বলটি ড্রাইভ করতে চেয়েছিলেন বিজয়। কিন্তু উঠে যাওয়া বলটি লাফ দিয়ে মুঠোবন্দী করেন আভিষ্কার ফার্নান্দো।

১২ রান করে ফিরেছেন বিজয়। সেই সঙ্গে ভেঙেছে বাংলাদেশের ৫০ রানের ওপেনিং জুটি। বিজয় সুযোগ কাজে লাগাতে না পারলেও তানজিদ হাসান তামিম অবশ্য সেটি দারুণভাবে কাজে লাগাচ্ছেন। আরেক ওপেনার সৌম্য সরকারের ‘কনকাশন’ হিসেবে ইনিংস শুরু করা এই বাঁহাতি ব্যাটার এখন ফিফটির পথে। 

তবে দলের দুঃসময়ে ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত (১)। বাংলাদেশ অধিনায়ককেও ফিরিয়েছেন লাহিরু। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১২.৫ ওভারে ২ উইকেটে করেছে ৭১ রান। ৪২ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৬ রানে ব্যাট করছেন তানজিদ। তাঁকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয় (১০)।

চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৭.১ ওভারে ১৬৫ রান। এর আগে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ৫০ ওভারে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। লিয়ানাগে ১০২ বলে ১১ চার ও ২ ছয়ে করেন অপরাজিত ১০১ রান।

চোটের কারণে বাংলাদেশ এই ম্যাচে পাননি পেসার তানজিম হাসান সাকিবকে। তার মধ্যে ম্যাচের মাঝে আরও তিন খেলোয়াড় পড়েছেন চোটে। মোস্তাফিজুর রহমান বোলিংয়ের সময় পায়ের মাংসপেশীতে টান পাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা জাকের আলী ক্যাচ ধরতে গিয়ে বিজয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একইভাবে মাঠ ছাড়েন। সৌম্য বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে হাঁটুতে ধাক্কা খান। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে ব্যাট করছেন তানজিদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত