অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর পূর্বাচলে শুরু হলো নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। বিসিবির নিজস্ব মাঠ সংকট কাটিয়ে উঠতে ‘পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম’ নামে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিসিবি সভাপতি উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সভার কারণে তিনি সেখানে যেতে পারেননি।
সূত্র জানায়, প্রথম ধাপে সেন্টার উইকেট (এক সারিতে ১০টি) তৈরি করা হবে। স্বল্প উচ্চতার গ্যালারির পাশাপাশি বিসিবির তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগীয় ক্রিকেটের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এ স্টেডিয়ামে। ভবিষ্যতে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
এর আগে বিসিবি পূর্বাচলে নৌকার আদলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও পরামর্শক নিয়োগের জন্য অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিবি পরামর্শক ফি বাবদ প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ও করেছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রকল্পটি বাতিল হলে সে অর্থ অপচয় হয়েছে।
জানা গেছে, বিভিন্ন ভেন্যুত কর্মরত ১১০ মাঠকর্মীর পদ স্থায়ী করা হয়েছে এবং তাদের বেতন বাড়ানো হয়েছে। গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, আগে যে মাঠকর্মী ১১ হাজার টাকা বেতন পেতেন, তাঁরা এখন ১৭ হাজার টাকা পাবেন। পাশাপাশি তাঁদের বোনাসও কিছুটা বেড়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর পূর্বাচলে শুরু হলো নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। বিসিবির নিজস্ব মাঠ সংকট কাটিয়ে উঠতে ‘পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম’ নামে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিসিবি সভাপতি উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সভার কারণে তিনি সেখানে যেতে পারেননি।
সূত্র জানায়, প্রথম ধাপে সেন্টার উইকেট (এক সারিতে ১০টি) তৈরি করা হবে। স্বল্প উচ্চতার গ্যালারির পাশাপাশি বিসিবির তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগীয় ক্রিকেটের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এ স্টেডিয়ামে। ভবিষ্যতে মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
এর আগে বিসিবি পূর্বাচলে নৌকার আদলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও পরামর্শক নিয়োগের জন্য অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিবি পরামর্শক ফি বাবদ প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ও করেছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রকল্পটি বাতিল হলে সে অর্থ অপচয় হয়েছে।
জানা গেছে, বিভিন্ন ভেন্যুত কর্মরত ১১০ মাঠকর্মীর পদ স্থায়ী করা হয়েছে এবং তাদের বেতন বাড়ানো হয়েছে। গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, আগে যে মাঠকর্মী ১১ হাজার টাকা বেতন পেতেন, তাঁরা এখন ১৭ হাজার টাকা পাবেন। পাশাপাশি তাঁদের বোনাসও কিছুটা বেড়েছে।
ডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১১ ঘণ্টা আগেডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন
১২ ঘণ্টা আগে২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে