Ajker Patrika

সারা দিন একসঙ্গে কাটিয়েও অশ্বিনের অবসর নিয়ে জানতেন না জাদেজা

 ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১: ২০
ভারতের দুই অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা। ছবি: সংগৃহীত
ভারতের দুই অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা। ছবি: সংগৃহীত

অন্য সবার মতো রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় অবাক হয়েছেন রবীন্দ্র জাদেজাও। এ দুই বোলিং অলরাউন্ডার ভারতকে অনেক ম্যাচে উদ্ধার করেছেন। দুজনের মধ্যে রয়েছে ভালো সম্পর্কও।। তার পরও অশ্বিনের বিদায়ের ব্যাপারে জাদেজা কিছুই জানতেন না!

গত বুধবার গ্যাবা টেস্ট ড্র হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন অশ্বিন। ভারতীয় অফ-স্পিনার বিদায় বলতে যাচ্ছেন, সেটি জাদেজা জানতে পারেন সংবাদ সম্মেলনের মিনিট পাঁচেক আগে। এ নিয়ে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রতিবেদকদের তিনি বলেন, ‘আমি একেবারে শেষ মুহূর্তে অবসরের (অশ্বিন) বিষয়ে জানতে পারি, সংবাদ সম্মেলনের পাঁচ মিনিট আগে। এটা অবাক করার মতো। আমরা সারা দিন একসঙ্গে কাটালাম এবং সে আমাকে একটু ইঙ্গিতও দেয়নি। আমি একেবারে শেষ মুহূর্তে জানতে পারি। আমরা সবাই জানতাম কীভাবে অশ্বিনের মন কাজ করে।’

জাদেজা আরও বলেন, ‘আমরা সবাই তাকে মিস করব। আমরা শুধু আশা করব যে, অশ্বিনের চেয়ে ভালো অলরাউন্ডার ও বোলার আমরা পাব। এটা এমন নয় যে, কেউ তার জায়গা নিতে পারবে। সবাইকে যেতে হবে, আপনাকে তার বিকল্প পেতে হবে।’ অশ্বিনকে তাঁর মাঠের পরামর্শক হিসেবেও উল্লেখ করেন জাদেজা।

ব্রিসবেন টেস্টে খেলা হয়নি অশ্বিনের। তবে জাদেজার ধীরস্থির ব্যাটিংয়ে এখানে সিরিজের তৃতীয় টেস্ট ড্র করে ভারত। অশ্বিন ও জাদেজা একসঙ্গে ৫৮ টেস্ট খেলে নিয়েছেন ৫৮৭ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত