নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।
৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।
মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।
৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩৬ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে