মেয়েদের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারকে আইসিসির শাস্তি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০: ০৭
Thumbnail image

ভারত-পাকিস্তান ম্যাচে আলোচিত ঘটনা না থেকে কি পারে! ছেলেদের ক্রিকেট হোক বা মেয়েদের—সব জায়গায় ম্যাচের ফল ছাপিয়ে কিছু না কিছু হয়েই থাকে। সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ভারতীয় এক ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। 

আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙায় অরুন্ধতি রেড্ডিকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে। ভারতীয় এই পেসারের নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুসারে, কোনো ভাষা,  বিশেষ ইঙ্গিত, যা কোনো ক্রিকেটারের জন্য অপমানজনক হয়ে থাকে বা ব্যাটারের ডিসমিসালের পর তাকে খেপিয়ে তোলে—এমন অপরাধে শাস্তি পেয়েছেন রেড্ডি। মাঠের আম্পায়ার এলোইসি শেরিদান, লরেন অ্যাগেনব্যাগ, তৃতীয় আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস, চতুর্থ আম্পায়ার ক্লেরি অভিযোগ এনেছেন রেড্ডির বিরুদ্ধে। আইসিসির এমিরেটস প্যানেল ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ শাস্তি দিয়েছেন রেড্ডিকে। 

দুবাইয়ে পরশু বিকেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ২০তম ওভারের চতুর্থ বলে পাকিস্তানের নিদা দারকে বোল্ড করেন রেড্ডি। পাকিস্তানি নারী ব্যাটারকে এরপর ড্রেসিংরুমে যাওয়ার ইশারা করে উদ্‌যাপন করেন রেড্ডি। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করা পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে। জয়ের লক্ষ্যে নেমে ভারত ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তুলে ফেলে। এই ম্যাচে সেরা হয়েছেন রেড্ডি। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন ভারতীয় এই পেসার।

ভারতের ৬ উইকেটে জয়ের ম্যাচে রেড্ডি যে অপরাধ করেছেন, গত ২৪ মাসে এটা তাঁর প্রথম অপরাধ। এই সময়ে চার ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে। রেড্ডি দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসিস আচরণ বিধির প্রথম ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত