প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে হারালেও এল ৫৮ রান। পরের ১০ ওভারে ৪৫ রান, পড়ল ৬ উইকেট। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। সেই লক্ষ্য নিয়ে আজ শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ।
সাথী রানীকে (৯) সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন দিলারা আক্তার (১৯)। কিন্তু স্কোরবোর্ডে ১৮ জমা পড়তেই ভাঙে উদ্বোধনী জুটি। কারিশমা রামহারাকের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাথী। ক্যারিবীয় স্পিনার নিজের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড করেন দারুণ খেলতে থাকা দিলারাকে।
এরপরই তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির নিয়ে চাপ সামাল দেন নিগার সুলতানা জ্যোতি। দুজনে রানের গতিও সচল রাখছিলেন। তার মধ্যে দুবার জীবন পেয়েছেন জ্যোতি। একবার ক্যাচ ও একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি সেই সুবিধা ঠিকই তুললেও সতীর্থরা বড় ইনিংস খেলতে পারেননি।
রামহারাককে তৃতীয় উইকেট উপহার দিয়ে স্টাম্পিং হন মোস্তারি (১৬)। দলের রান তখন ৭৩। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান আফি ফ্লেচার। হঠাৎ তিন ধাক্কায় রানের গতি শ্লথ হয়ে এলেও শেষ দিকে আবার স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটিই যেন কাল হলো রিতু মনির (১০)। রামহারাককেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। হেইলিই ম্যাথুজের করা ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড-উইকেটে আলিয়া অ্যালিনের হাতে বন্দী হন বাংলাদেশ উইকেটরক্ষক। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪ চারে সাজানো। পরের বলে রানআউট হন ফাহিমা খাতুন (২)। রাবেয়া খান ১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে হারালেও এল ৫৮ রান। পরের ১০ ওভারে ৪৫ রান, পড়ল ৬ উইকেট। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। সেই লক্ষ্য নিয়ে আজ শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ।
সাথী রানীকে (৯) সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন দিলারা আক্তার (১৯)। কিন্তু স্কোরবোর্ডে ১৮ জমা পড়তেই ভাঙে উদ্বোধনী জুটি। কারিশমা রামহারাকের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাথী। ক্যারিবীয় স্পিনার নিজের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড করেন দারুণ খেলতে থাকা দিলারাকে।
এরপরই তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির নিয়ে চাপ সামাল দেন নিগার সুলতানা জ্যোতি। দুজনে রানের গতিও সচল রাখছিলেন। তার মধ্যে দুবার জীবন পেয়েছেন জ্যোতি। একবার ক্যাচ ও একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি সেই সুবিধা ঠিকই তুললেও সতীর্থরা বড় ইনিংস খেলতে পারেননি।
রামহারাককে তৃতীয় উইকেট উপহার দিয়ে স্টাম্পিং হন মোস্তারি (১৬)। দলের রান তখন ৭৩। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান আফি ফ্লেচার। হঠাৎ তিন ধাক্কায় রানের গতি শ্লথ হয়ে এলেও শেষ দিকে আবার স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটিই যেন কাল হলো রিতু মনির (১০)। রামহারাককেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। হেইলিই ম্যাথুজের করা ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড-উইকেটে আলিয়া অ্যালিনের হাতে বন্দী হন বাংলাদেশ উইকেটরক্ষক। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪ চারে সাজানো। পরের বলে রানআউট হন ফাহিমা খাতুন (২)। রাবেয়া খান ১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত ছিলেন।
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
৪৩ মিনিট আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিলে একবারে তলানির দল প্লিমাউথ আরগিল। আজ তাদেরই মুখোমুখি হয়েছিল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখা শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এই ক্লাবে খেলায় বাংলাদেশি সমর্থকদের চোখ ছিল ম্যাচটিতে। কিন্তু প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে উল্টো অঘটনের শেফিল্ড।
১৪ ঘণ্টা আগে