মিরাজকে নিয়ে রোহিত কেন গর্ব বোধ করছেন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে ঝলক দেখালেও ব্যাটিংয়ে ব্যর্থ। তবু বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিয়ে গর্বিত রোহিত শর্মা।

মিরাজকে নিয়ে রোহিতের গর্ব করার কারণ অবশ্য টেস্ট সিরিজের পারফরম্যান্স নয়। ইমরুল কায়েস-মিরাজের স্বপ্নের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টস’-এর একটি ব্যাট গতকাল রোহিতকে উপহার দেওয়া হয়েছে। কানপুরের হোটেল ল্যান্ডমার্কে ব্যাট উপহার দেওয়ার সময় রোহিত-কোহলির মধ্যে কী কথাবার্তা হয়েছিল, সেটা আজ সন্ধ্যায় পোস্ট করেছেন ইমরুল। ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়,‘সে (মিরাজ) অনেক দারুণ ক্রিকেটার। আমি তাকে নিয়ে গর্বিত। সে তার নিজের ব্যাটের ব্যবসা শুরু করেছে। আমি তাকে শুভকামনা জানাই। সৃষ্টিকর্তা তাকে সফল হতে সাহায্য করুন, এই প্রার্থনা। আশা করি, একদিন তার কোম্পানি সব কিছুকে ছাপিয়ে যাবে।’

রোহিতকে ব্যাট উপহার দেওয়ার ভিডিও পোস্ট হওয়ার পরই মজা করতে শুরু করেছেন নেটিজেনরা। ইমরুলের পোস্টে কেউ একজন মন্তব্য করেছেন, ‘কী লাভ এত দামের ব্যাট দিয়ে।সে (রোহিত) তো আর এটা দিয়ে খেলবেন না।’ অনেকে আবার  মিরাজকে শুভকামনা জানিয়েছেন। কেউ আবার মিরাজের থেকে ব্যাট উপহারও চেয়েছেন।

এ বছরের শুরুতে যে বিপিএল হয়েছিল, সেই টুর্নামেন্টের মাঝপথেই ইমরুল-মিরাজের ‘এমকেএস’ স্পোর্টসের পথচলা শুরু। ঢাকার কোনো এক হোটেলে ৫ ফেব্রুয়ারি এই কোম্পানির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এসেছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামসহ দেশের অনেক তারকা ক্রিকেটার। অনুষ্ঠানে ছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত