ক্রীড়া ডেস্ক
চোট আর নেইমার—এ যেন দুই অকৃত্রিম বন্ধু। ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নামবেন আর চোটে পড়বেন না, এমন কী হয়! ক্যারিয়ারের শুরু থেকে নেইমার বল নিয়ে ছুটছেন তো চোট ছুটছে তাঁর পিছু পিছু। এবার আরেকবার হ্যামস্ট্রিং চোটে পড়লেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
গোড়ালির চোট থেকে সেরে এক বছর পর মাঠে ফিরেছেন নেইমার। ফেরার দ্বিতীয় ম্যাচে আবারও পড়লেন চোটে। গতরাতে রিয়াদের কিংডম অ্যারেনায় এএফসি চ্যাম্পিয়নস লিগে তিনি মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে মাঠে নামার পর খেলতে পেরেছেন ২৯ মিনিট।
এবার ডান পায়ে চোট পেয়েছেন নেইমার। দৌড়ে পেনাল্টি এরিয়ায় সতীর্থের বল রিসিভ করতে গিয়ে পায়ে টান খান তিনি। এ সময় মাঠের বাইরে তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বদলি নেমে আবার মাঠ ছাড়তে হওয়ায় হতাশা প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। মাঠের পাশের বেঞ্চে বসে বুটজোড়া আছাড় মারতেও দেখা যায় বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকাকে।
নেইমারের চোটের ম্যাচে সার্বিয়ান ফরোয়ার্ড আলেক্সান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি ৩-০ গোলে হারিয়েছে ইরানের এস্তেগলালকে।
পিএসজি ছেড়ে গত বছরের ২১ অক্টোবর আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু প্রথম মৌসুমেই চোটে পড়ায় খেলতে পারেননি বেশি ম্যাচ। ফিরলেন এস্তেগলালের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু সেই ম্যাচেও পড়লেন চোটে।
চোট আর নেইমার—এ যেন দুই অকৃত্রিম বন্ধু। ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নামবেন আর চোটে পড়বেন না, এমন কী হয়! ক্যারিয়ারের শুরু থেকে নেইমার বল নিয়ে ছুটছেন তো চোট ছুটছে তাঁর পিছু পিছু। এবার আরেকবার হ্যামস্ট্রিং চোটে পড়লেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
গোড়ালির চোট থেকে সেরে এক বছর পর মাঠে ফিরেছেন নেইমার। ফেরার দ্বিতীয় ম্যাচে আবারও পড়লেন চোটে। গতরাতে রিয়াদের কিংডম অ্যারেনায় এএফসি চ্যাম্পিয়নস লিগে তিনি মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে মাঠে নামার পর খেলতে পেরেছেন ২৯ মিনিট।
এবার ডান পায়ে চোট পেয়েছেন নেইমার। দৌড়ে পেনাল্টি এরিয়ায় সতীর্থের বল রিসিভ করতে গিয়ে পায়ে টান খান তিনি। এ সময় মাঠের বাইরে তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বদলি নেমে আবার মাঠ ছাড়তে হওয়ায় হতাশা প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। মাঠের পাশের বেঞ্চে বসে বুটজোড়া আছাড় মারতেও দেখা যায় বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকাকে।
নেইমারের চোটের ম্যাচে সার্বিয়ান ফরোয়ার্ড আলেক্সান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি ৩-০ গোলে হারিয়েছে ইরানের এস্তেগলালকে।
পিএসজি ছেড়ে গত বছরের ২১ অক্টোবর আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু প্রথম মৌসুমেই চোটে পড়ায় খেলতে পারেননি বেশি ম্যাচ। ফিরলেন এস্তেগলালের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু সেই ম্যাচেও পড়লেন চোটে।
চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হয়েছে আগেই। শুরু হয়েছে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলও। আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের আরেক প্রতিযোগিতা—ফেডারেশন কাপ ফুটবল।
১ ঘণ্টা আগেতৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন নাহিদ রানা। তাঁর অফ স্টাম্পের সামান্য বাইরে করা ফুল লেন্থের বল একটু সামনে ঝুঁকে ড্রাইভ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল ভাসলেও প্রথম স্লিপে থাকা সাদমান ইসলাম সামনে ঝুঁকে তালুবন্দী করতে পারেননি।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে আজ বিকেলে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-পাকিস্তান। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে সালমান আগা-হারিস রউফরা। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছিল পাকিস্তান। এছাড়া আজ রাতে দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন।
১ ঘণ্টা আগেবোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের পর সফরকারীরা কিংস্টন টেস্টের তৃতীয় দিন পার করেছে ২১১ রানের লিড নিয়ে। বাংলাদেশ তৃতীয় দিন পার করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।
২ ঘণ্টা আগে