সাবালেঙ্কাকে একা রেখে না ফেরার দেশে প্রেমিক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১৫: ০৮

কী এমন বয়স হয়েছিল তাঁর—৪২! এই বয়সেই না ফেরার দেশে চলে যেতে হলো কনস্টানটিন কোল্টসভকে। 

এই নামে বিশ্বে তিনি যতটা না পরিচিত, তারচেয়ে বেশি পরিচিত টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার প্রেমিক হিসেবে। বিভিন্ন গ্র্যান্ড স্লামে টেনিসে সাবালেঙ্কার খেলার সময় মাঝে মধ্যেই গ্যালারিতে দেখা যেত প্রাণোচ্ছল কনস্টানটিন কোল্টসভকে। 

তাঁর মৃত্যুর খবর জানিয়েছে রুশ ক্লাব সালাভত ইউলেভ। আইস হকি খেলোয়াড় কনস্টানটিন তাঁর ক্যারিয়ারের একটা সময় কাটিয়েছিলেন এই ক্লাবে। পরে কোচ হয়েও ফিরেছিলেন ক্লাবে। এক বিবৃতিতে গতকাল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ক্লাবের কোচ কনস্টানটিন কোল্টসভের মৃত্যু হয়েছে। প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি। খেলোয়াড়দের কাছেও খুব প্রিয় ছিলেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ 

২০০২ এবং ২০১০ সালে বেলারুশের হয়ে অলিম্পিক গেমসে খেলেছিলেন কনস্টানটিন। সালাভতের হয়ে জিতেছিলেন রাশিয়ান সুপার লিগ। তো হঠাৎ করে কী কারণে মৃত্যু কনস্টানটিনের, তা অবশ্য জানা যায়নি। 

২০২১ সালের জুন থেকে সাবালেঙ্কার সঙ্গে সম্পর্ক ছিল কনস্টানটিনের। সাবালেঙ্কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার আগে জুলিয়া নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের তিন সন্তানও রয়েছে। তবে ২০২০ সালে জুলিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় কনস্টানটিনের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত