কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে টেক জায়ান্টদের লড়াই

মেজবাহ নূর, ঢাকা
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১৪: ৩০

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র ২ মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাট বট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাট বট ‘বার্ড’।

বসে নেই অন্যান্য প্ল্যাটফর্মও। গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অনেক প্রযুক্তি এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

চ্যাটজিপিটি
প্রযুক্তি বিশ্বে এখন আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত চ্যাট বট চ্যাটজিপিটি। এর পূর্ণ রূপ চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার। গত নভেম্বরে উন্মোচনের পর থেকে প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। গুগলে কিছু খুঁজলে গুগল সেই বিষয়-সম্পর্কিত অনেকগুলো ওয়েবসাইট দেখায়। তবে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এই চ্যাট বটে কোনো প্রশ্ন লেখা হলে চ্যাটজিপিটি সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখাবে, লিংক নয়। চ্যাটজিপিটির মাধ্যমে প্রবন্ধ, কাভার লেটার, ছুটির আবেদন এমনকি ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখিয়ে নেওয়া যাবে সঠিকভাবে প্রশ্ন করার মাধ্যমে। 

গুগলের বার্ড
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজস্ব চ্যাট বট বার্ড নিয়ে এসেছে গুগল। আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা চ্যাট বটটি ব্যবহার করতে পারছেন। ২০২২ সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাট বট বার্ড নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাট বট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ল্যামডা মডেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এটি।

বাইদুর আর্নি বট
বাইদুর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বটের নাম দেওয়া হয়েছে আর্নি বট। এর ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন। গত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।

বাইদুর প্রধান নির্বাহী রবিন লি জানান, আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাট বটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায়। ফলে এটি চীনের বাইরের কোনো জায়গা বা বিষয় সম্পর্কে কোনো প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না।

মাইক্রোসফট
গত ৭ ফেব্রুয়ারি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাট বট যুক্ত করে মাইক্রোসফট। চ্যাট বটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এ চ্যাট বট। এটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই-মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাট বট।

সম্প্রতি ওপেনএআইয়ের ‘ডাল-ই’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে চ্যাট বটটিতে। ফলে এটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিলে ব্যবহারকারীকে সে অনুযায়ী ছবি বানিয়ে দেবে। 

স্ন্যাপচ্যাট
স্ন্যাপচ্যাটে চালু হয়েছে চ্যাটজিপিটি প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বট। এর নাম দেওয়া হয়েছে মাই এআই। চ্যাট বটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করা থাকবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাট বট ব্যবহারের সুবিধা পাবেন। 

ছবি: সংগৃহীতলিংকডইন
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। এ প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল আনার ঘোষণা দিয়েছে। টুলটি চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লিখতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলে তা গুছিয়ে লিখে দেবে এআই টুলটি। ফলে প্ল্যাটফর্মটিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা।

মেটা 
গবেষকদের জন্য নতুন এক ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ প্রকাশের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবস্থার মূল সফটওয়্যার। নতুন এই ল্যাঙ্গুয়েজ মডেলের নাম এলএলএএমএ।

সরকার, সুশীল সমাজ ও একাডেমি-সংশ্লিষ্ট বিভিন্ন গবেষক ও সংস্থা অবাণিজ্যিক লাইসেন্সের অধীনে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই’ বা ‘এলএলএএমএ’ নামের নতুন এই ভাষা মডেল ব্যবহারের সুযোগ পাবেন। এটি বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ বা কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ টেক্সট সংগ্রহ করতে পারে। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই মডেল। এই মডেলকে লাতিন, সিরিলিক বর্ণমালাসহ মোট ২০টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চ্যাটজিপিটির আসন্ন প্রতিদ্বন্দ্বী 

আলিবাবা: চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনার ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা। বাইদুর সঙ্গে একত্রে ঘোষণা দিলেও এখনো কিছুই আনেনি প্রতিষ্ঠানটি। 

ইলন মাস্ক: চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ শুরু করেছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্কও। পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষকদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন মাস্ক। অ্যালফাবেটের মালিকানাধীন ডিপ মাইন্ডের সাবেক কর্মী ইগর বাবুসকিনকে গবেষণা ল্যাব তৈরিতে নিয়োগ দিয়েছেন বলে খবর রটেছে। তবে ইগর বাবুসকিন জানান, তিনি এখনো এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি।

শঙ্কায় সাধারণ ব্যবহারকারীরা 
কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কারে উঁকি দিচ্ছে নতুন শঙ্কা। অনেক ক্ষেত্রে দাবি করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনুমতি ছাড়া বিভিন্ন ডেটাবেইস থেকে। মানুষের ব্যক্তিগত তথ্য দিয়েও প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। গত বছর ইলন মাস্ক দাবি করেন, চ্যাটজিপিটিকে টুইটারের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ কেট ক্রফোর্ডকে গুগলের চ্যাট বট বার্ড জানায়, এটিকে জিমেইলের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বার্ডের এই তথ্যকে অসত্য বলে জানিয়েছে গুগল। কেট ক্রফোর্ড টুইটারে বার্ড চ্যাট বটের সঙ্গে তার চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন। স্ক্রিনশটে দেখা যায়, ক্রফোর্ড বার্ডকে জিজ্ঞেস করেন, একে প্রশিক্ষণ দেওয়ার ডেটাসেট কোথা থেকে নেওয়া হয়েছে। উত্তরে বার্ড জানায়, ‘বিভিন্ন উৎস থেকেই আসে, যার মধ্যে একটি হলো গুগলের অভ্যন্তরীণ ডেটা। জিমেইলও এর অন্তর্ভুক্ত।’ তবে চ্যাট বটের এই দাবিকে নিতান্তই একটি ভুল বলে জানায় গুগল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত