প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও
প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৬ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৯ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
১১ ঘণ্টা আগে