Ajker Patrika

ছবির ফ্রেমে স্পিকার গান শোনাবে, বাড়াবে ঘরের সৌন্দর্য 

অনলাইন ডেস্ক
ছবির ফ্রেমে স্পিকার গান শোনাবে, বাড়াবে ঘরের সৌন্দর্য 

দেয়ালে টাঙানো কোনো ছবি থেকে হঠাৎ করে মিউজিক শোনা গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ ছবির ফ্রেমের মতো নতুন এক ধরনের স্পিকার নিয়ে এসেছে টেক জায়ান্ট স্যামসাং। স্পিকারটি ছবির ফ্রেমের ছদ্মবেশ নিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। 

এই বছরের শুরুতে সিইএস ২০২৪ সম্মেলনে ‘মিউজিক ফ্রেম’ স্পিকারটি উন্মোচন করা হয়। এখন যুক্তরাষ্ট্র ফ্রেমটির  প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে স্যামসাং। মিউজিক ফ্রেমে একটি ডুয়েল মোড স্পিকার রয়েছে। যা স্বাধীন ভাবে মিউজিক শোনাতে পারে বা স্যামসাং টিভির সমর্থনেও ব্যবহার করা যেতে পারে। 

যুক্তরাষ্ট্রের জন্য মিউজিক ফ্রেমের (এইচডাব্লু–এলএস ৬০ ডি) দাম ৪০০ ডলার নির্ধারণ করা হয়েছে। ফ্রেমটি ডেলিভারি করার জন্যও প্রস্তুত রয়েছে স্যামসাং। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ঠিকানায় ১লা এপ্রিলের মধ্যেই পৌঁছে যাবে। 

ফ্রেমটি সাদা রঙে পাওয়া যায়। তবে ফ্রেমের ব্যাজেলগুলো কাস্টমাইজ করা যাবে। এতে ছবি প্রদর্শনের জায়গা রয়েছে ও এতে প্রিন্ট করে পছন্দমতো ছবি রাখা যাবে। এটি দেয়ালে টাঙানো যাবে বা কোনো টেবিলেও দাঁড়া করিয়ে রাখা যাবে। এটি ব্লুটুথের মাধ্যমে কাজ করে। 

স্পিকারটিতে স্যামসাংয়ের কিউ–সিম্ফোনি ৩.০ ব্যবহার করা হয়েছে। একে ব্লুটুথের মাধ্যমে স্যামসাং টিভি ও স্যামসাংয়ের সাউন্ডবারের সঙ্গে যুক্ত করা যাবে। ফ্রেমটিতে মোট ছয় ধরনের স্পিকার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দুটি টুইটার, দুটি মিড-রেঞ্জ ড্রাইভার এবং দুটি উফার। উফারগুলো ফ্রেমটির পেছনের দিকে থাকবে। অপরদিকে মিড-রেঞ্জ ড্রাইভারগুলো ও টুইটারগুলো সামনের দিকে থাকবে। স্পিকারটি ১২০ ওয়াট আরএমএসের অডিও আউটপুট দিতে পারবে। 

মিউজিক ফ্রেমে স্যামসাংয়ের স্পেসফিট সাউন্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি ঘরের আকার অনুযায়ী অডিওর তীব্রতা স্বয়ংক্রিয়ভাবে ঠিক করতে পারবে। 

এটি ডলবি অ্যাটমান, ডলবি ডিজিটাল প্লাম ও হাই–রেস অডিওর সমর্থন দিতে পারবে। স্পিকারটি সঙ্গে অ্যাকটিভ ভয়েস অ্যাম্পলিফায়ার, অ্যাডাপ্টিখ সাউন্ড ও ওয়্যারলেম ডলবি অ্যাটমস রয়েছে। এছাড়া ক্যানেক্টিভি ফিচারগুলোর মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৫, এয়ারপ্লে ২, ক্রোমকাস্ট, স্পটিফাই কানেক্ট ও টাইডাল কানেক্ট। এর সঙ্গে ভার্চয়াল অ্যাসিস্টেন্ট অ্যালেক্সা ও বিক্সবাই রয়েছে। স্পিকারটি স্মার্টথিংগস অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। 

প্রেস বিজ্ঞপ্তিতে স্যামসাং বলে, এই কাস্টমাইজযোগ্য স্পিকারটি শিল্প বা ছবি প্রদর্শন করতে পারে। এমন একটি আধুনিক ছবির ফ্রেম হিসেবে ছদ্মবেশের মাধ্যমে নির্বিঘ্নে ঘরের পরিবেশে মিশে যায়। 

তথ্যসূত্র: স্যামমোবাইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত