অনলাইন ডেস্ক
আইফোন ১৬ উন্মোচনের রেশ না কাটতেই চলতি মাসে (অক্টোবর) নতুন আইপ্যাড মিনি ৭–সহ বেশকিছু ডিভাইস উন্মোচন করবে অ্যাপল। এমনই তথ্য জানিয়েছে ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান। অক্টোবরে একটি লঞ্চ ইভেন্টে কোম্পানিটি একধিক নতুন হার্ডওয়্যার এবং সফটওয়্যার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
অক্টোবর মাসে অ্যাপল সম্ভবত নতুন ম্যাক এবং আইপ্যাড ঘোষণা করার জন্য আরেকটি ইভেন্ট আয়োজন করবে। এ তথ্য সঠিক হলে গত পাঁচ বছরে চতুর্থবারের মতো অক্টোবর মাসে ইভেন্ট আয়োজন করবে অ্যাপল। গত বছর ৩০ অক্টোবর একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজিত করে কোম্পানিটি। যেখানে নতুন ম্যাকবুক প্রো ও আইম্যাকের মডেল ঘোষণা করেছিল অ্যাপল।
মার্ক গুরম্যানের বলেন, অ্যাপল এই বছর অক্টোবর মাসে একটি ইভেন্ট আয়োজন করবে, যেখানে নতুন আইপ্যাড ঘোষণা করা হবে, যার মধ্যে থাকবে একটি আপডেটেড আইপ্যাড মিনি এবং এম ৪ সিরিজ চিপ সহ নতুন ম্যাক মডেলগুলোরও ঘোষণা দেওয়া হবে।
আইপ্যাড মিনি ৭
নতুন আইপ্যাড মিনি ৭–এ আগের মডেলের (আইপ্যাড মিনি ৬) চেয়ে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হবে। যার মধ্যে রয়েছে একটি দ্রুতগতির চিপ, উন্নত সেলফি এবং রিয়ার ক্যামেরা, ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। এ ছাড়া নতুন রঙের অপশনও রয়েছে।
এর আগে অ্যাপলের সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মিং চি কুও বলেন, পরবর্তী আইপ্যাড মিনি ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে বড় পরিসরে উৎপাদন শুরু হবে। এভাবে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এটি নিশ্চিত যে, ডিভাইসটি এই বছর আপডেট হবে।
বর্তমানে বাজারে থাকা আইপ্যাড মিনি ২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল, তখন এতে নতুন ফিচার হিসেবে ছিল একটি বড় ৮.৩ ইঞ্চি ডিসপ্লে, ইউএসবি-সি পোর্ট, টাচ আইডি পাওয়ার বাটন, এ১৫ বায়োনিক চিপ, সেলুলার মডেলে ৫জি সাপোর্ট, ১২ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা সহ সেন্টার স্টেজ সাপোর্ট। দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেনসিল আইপ্যাডের সঙ্গে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
গুরম্যান বলেছেন, ‘নতুন, কম দামের আইপ্যাডগুলো একাধিক হতে পারে, সুতরাং অ্যাপলের ইভেন্টে একটি আইপ্যাড ১১–ও উন্মোচিত হতে পারে। তবে আইপ্যাড ১১–এর ডিসপ্লের সরবরাহ অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ডিভাইসটি আরও পরে বাজারে আসতে পারে।
এম ৪ চিপের ম্যাকবুক প্রো
মার্ক গুরম্যানের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো মডেল ঘোষণা করার পরিকল্পনা করছে অ্যাপল। এগুলোতে এম ৪, এম ৪ প্রো ও এম ৪ ম্যাক্স চিপ ব্যবহার করা হবে। তবে এই বছর ল্যাপটপগুলো ডিজাইনে কোনো পরিবর্তনের খবর পাওয়া যায়নি। সেইসঙ্গে ওএলইডি ডিসপ্লে ও পাতলা ডিজাইনের মতো ফিচার ২০২৬ সালের আগে আসার সম্ভাবনা কম।
আইম্যাক
আইম্যাকে এম ৪ চিপ দিয়ে আপডেট করার পরিকল্পনা করছে অ্যাপল। তবে ডেস্কটপ কম্পিউটারটির ডিজাইনের কোনো পরিবর্তনের আশা করা হচ্ছে না।
ম্যাক মিনি
ম্যাক মিনি একটি নতুন চিপসেট এবং আরও কমপ্যাক্ট ডিজাইনের নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এটি এম ৪ এবং এম ৪ প্রো চিপ সহ বিভিন্ন চিপসেট অপশনের সঙ্গে আসতে পারে।
নতুন ম্যাক মিনিতে ইউএসবি এ পোর্ট থাকবে না। এর পরিবর্তে পাঁচটি ইউএসবি সি পোর্ট থাকবে, যার মধ্যে দুটি পোর্ট কম্পিউটারের সামনে থাকবে। এটি ম্যাকমিনির জন্য ২০১০ সালের পর প্রথম বড় ডিজাইন পরিবর্তন হবে।
অ্যাপল ইন্টেলিজেন্স
অ্যাপল আইফোন ১৬ সিরিজের সঙ্গে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু হয়েছে। তবে আইফোনগুলোয় এখনো অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল) ফিচারগুলো অনুপস্থিত। এআইভিত্তিক ফিচারগুলো আইওএস ১৮ দশমিক ১, আইপ্যাডওএস ১৮ দশমিক ১ এবং ম্যাকওএস সিকোয়া ১৫ দশমিক ১ আপডেটের মাধ্যমে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে চালু হবে বলে জানা গেছে।
এ ছাড়া অক্টোবরে আইওএস ১৮ দশমিক ১ অপারেটিং সিস্টেম চালু হবে। এ ছাড়া শিগগিরই ডেভেলপারদের কাছে আইওএস বেটা ১৮ দশমিক ২ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই সংস্করণে জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপ এবং ফিচার, সিরির সঙ্গে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন এবং রাইটিং টুলসহ একাধিক বৈশিষ্ট্য আসবে।
এদিকে অ্যাপল নতুন আইফোন এসই স্মার্টফোন এবং আইপ্যাড এয়ার আগামী বছরের শুরুতে চালু করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। কোম্পানি বেশ কিছু বছর জন্য আইফোন এসই এর নতুন মডেল নিয়ে আসেনি। তাই নতুন আইফোন এসই মডেলের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। এই মডেলটি ২০২২ সালে আপডেট করেছিল অ্যাপল। সেসময় এই মডেলে ৫জি সংযোগ যুক্ত করা হয়।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোন ১৬ উন্মোচনের রেশ না কাটতেই চলতি মাসে (অক্টোবর) নতুন আইপ্যাড মিনি ৭–সহ বেশকিছু ডিভাইস উন্মোচন করবে অ্যাপল। এমনই তথ্য জানিয়েছে ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান। অক্টোবরে একটি লঞ্চ ইভেন্টে কোম্পানিটি একধিক নতুন হার্ডওয়্যার এবং সফটওয়্যার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
অক্টোবর মাসে অ্যাপল সম্ভবত নতুন ম্যাক এবং আইপ্যাড ঘোষণা করার জন্য আরেকটি ইভেন্ট আয়োজন করবে। এ তথ্য সঠিক হলে গত পাঁচ বছরে চতুর্থবারের মতো অক্টোবর মাসে ইভেন্ট আয়োজন করবে অ্যাপল। গত বছর ৩০ অক্টোবর একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজিত করে কোম্পানিটি। যেখানে নতুন ম্যাকবুক প্রো ও আইম্যাকের মডেল ঘোষণা করেছিল অ্যাপল।
মার্ক গুরম্যানের বলেন, অ্যাপল এই বছর অক্টোবর মাসে একটি ইভেন্ট আয়োজন করবে, যেখানে নতুন আইপ্যাড ঘোষণা করা হবে, যার মধ্যে থাকবে একটি আপডেটেড আইপ্যাড মিনি এবং এম ৪ সিরিজ চিপ সহ নতুন ম্যাক মডেলগুলোরও ঘোষণা দেওয়া হবে।
আইপ্যাড মিনি ৭
নতুন আইপ্যাড মিনি ৭–এ আগের মডেলের (আইপ্যাড মিনি ৬) চেয়ে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হবে। যার মধ্যে রয়েছে একটি দ্রুতগতির চিপ, উন্নত সেলফি এবং রিয়ার ক্যামেরা, ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। এ ছাড়া নতুন রঙের অপশনও রয়েছে।
এর আগে অ্যাপলের সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মিং চি কুও বলেন, পরবর্তী আইপ্যাড মিনি ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে বড় পরিসরে উৎপাদন শুরু হবে। এভাবে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এটি নিশ্চিত যে, ডিভাইসটি এই বছর আপডেট হবে।
বর্তমানে বাজারে থাকা আইপ্যাড মিনি ২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল, তখন এতে নতুন ফিচার হিসেবে ছিল একটি বড় ৮.৩ ইঞ্চি ডিসপ্লে, ইউএসবি-সি পোর্ট, টাচ আইডি পাওয়ার বাটন, এ১৫ বায়োনিক চিপ, সেলুলার মডেলে ৫জি সাপোর্ট, ১২ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা সহ সেন্টার স্টেজ সাপোর্ট। দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেনসিল আইপ্যাডের সঙ্গে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
গুরম্যান বলেছেন, ‘নতুন, কম দামের আইপ্যাডগুলো একাধিক হতে পারে, সুতরাং অ্যাপলের ইভেন্টে একটি আইপ্যাড ১১–ও উন্মোচিত হতে পারে। তবে আইপ্যাড ১১–এর ডিসপ্লের সরবরাহ অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ডিভাইসটি আরও পরে বাজারে আসতে পারে।
এম ৪ চিপের ম্যাকবুক প্রো
মার্ক গুরম্যানের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো মডেল ঘোষণা করার পরিকল্পনা করছে অ্যাপল। এগুলোতে এম ৪, এম ৪ প্রো ও এম ৪ ম্যাক্স চিপ ব্যবহার করা হবে। তবে এই বছর ল্যাপটপগুলো ডিজাইনে কোনো পরিবর্তনের খবর পাওয়া যায়নি। সেইসঙ্গে ওএলইডি ডিসপ্লে ও পাতলা ডিজাইনের মতো ফিচার ২০২৬ সালের আগে আসার সম্ভাবনা কম।
আইম্যাক
আইম্যাকে এম ৪ চিপ দিয়ে আপডেট করার পরিকল্পনা করছে অ্যাপল। তবে ডেস্কটপ কম্পিউটারটির ডিজাইনের কোনো পরিবর্তনের আশা করা হচ্ছে না।
ম্যাক মিনি
ম্যাক মিনি একটি নতুন চিপসেট এবং আরও কমপ্যাক্ট ডিজাইনের নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এটি এম ৪ এবং এম ৪ প্রো চিপ সহ বিভিন্ন চিপসেট অপশনের সঙ্গে আসতে পারে।
নতুন ম্যাক মিনিতে ইউএসবি এ পোর্ট থাকবে না। এর পরিবর্তে পাঁচটি ইউএসবি সি পোর্ট থাকবে, যার মধ্যে দুটি পোর্ট কম্পিউটারের সামনে থাকবে। এটি ম্যাকমিনির জন্য ২০১০ সালের পর প্রথম বড় ডিজাইন পরিবর্তন হবে।
অ্যাপল ইন্টেলিজেন্স
অ্যাপল আইফোন ১৬ সিরিজের সঙ্গে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু হয়েছে। তবে আইফোনগুলোয় এখনো অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল) ফিচারগুলো অনুপস্থিত। এআইভিত্তিক ফিচারগুলো আইওএস ১৮ দশমিক ১, আইপ্যাডওএস ১৮ দশমিক ১ এবং ম্যাকওএস সিকোয়া ১৫ দশমিক ১ আপডেটের মাধ্যমে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে চালু হবে বলে জানা গেছে।
এ ছাড়া অক্টোবরে আইওএস ১৮ দশমিক ১ অপারেটিং সিস্টেম চালু হবে। এ ছাড়া শিগগিরই ডেভেলপারদের কাছে আইওএস বেটা ১৮ দশমিক ২ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই সংস্করণে জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপ এবং ফিচার, সিরির সঙ্গে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন এবং রাইটিং টুলসহ একাধিক বৈশিষ্ট্য আসবে।
এদিকে অ্যাপল নতুন আইফোন এসই স্মার্টফোন এবং আইপ্যাড এয়ার আগামী বছরের শুরুতে চালু করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। কোম্পানি বেশ কিছু বছর জন্য আইফোন এসই এর নতুন মডেল নিয়ে আসেনি। তাই নতুন আইফোন এসই মডেলের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। এই মডেলটি ২০২২ সালে আপডেট করেছিল অ্যাপল। সেসময় এই মডেলে ৫জি সংযোগ যুক্ত করা হয়।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে