Ajker Patrika

ইলন মাস্কের মদদপুষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিল অক্সফোর্ড

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৮: ০৫
ইলন মাস্কের মদদপুষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিল অক্সফোর্ড

চলতি সপ্তাহে ইলন মাস্কের মদদপুষ্ট একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্য ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠান চালাতেন তাঁর পছন্দের দার্শনিক নিক বোস্ট্রম। দীর্ঘ ১৯ বছর প্রতিষ্ঠানটি চালু ছিল। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির হুমকি নিয়ে গবেষণা করার জন্য ২০১৫ সালে আরেকটি অঙ্গ সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ১০ লাখ পাউন্ড অনুদান দেন ইলন মাস্ক। এক দশক ধরে নিকের বিভিন্ন চিন্তাভাবনা এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেন তিনি। 

এআই মানবতার জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করবে—এমন বিষয় নিয়ে লেখালেখি করেন সুইডিশ বংশোদ্ভূত দার্শনিক নিক বোস্ট্রম। এসব লেখালেখির জন্য তিনি প্রযুক্তির জগতে একজন সেলিব্রেটি বনে যান। সেই সঙ্গে তাঁকে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের একজন বলে মনে করা হয়। 

এআইয়ের দীর্ঘমেয়াদি হুমকি সম্পর্কে লেখা তাঁকে প্রযুক্তিগত অভিজাতদের মধ্যে একজন সেলিব্রিটি ব্যক্তিত্বে পরিণত করেছে। তাঁর লেখা বই ‘সুপারইন্টেলিজেন্স’ ২০১৪ সালে সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় ছিল। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও টেসলা প্রধান মাস্ক সবাই তাঁর বইটি নিয়ে প্রশংসা করেন। 

২০১৪ সালে মাস্ক বলেন, বোস্ট্রমের সুপারইন্টেলিজেন্স একটি মূল্যবান বই। এআই বিষয়ে সবারই সচেতন থাকা উচিত। পারমাণবিক অস্ত্রের চেয়ে এটি আরও বিপজ্জনক হতে পারে। 

লেখালেখির জন্য প্রযুক্তির জগতে একজন সেলিব্রেটি বনে যান নিক বোস্ট্রম

তবে অক্সফোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি বোস্ট্রম। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি বর্ণবাদ, যৌন হয়রানি ও আর্থিক জালিয়াতি সম্পর্কিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল। এক দশক পুরোনো ই-মেইল প্রকাশের পর বোস্ট্রম নিজেই গত বছর ক্ষমা চেয়েছিলেন। তিনি ই-মেইলে লিখেছিলেন, ‘শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গরা বেশি বোকা।’ সেই সঙ্গে তিনি কৃষ্ণাঙ্গদের গালিও দেন। 

মানুষ প্রকৃতপক্ষে সিমুলেশনে বাস করে–এমন তত্ত্ব প্রচার করেন বোস্ট্রম। মাস্কও এই তত্ত্ব বিশ্বাস করেন। বোস্ট্রম তাঁর ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি বন্ধ করার বিষয়ে দীর্ঘ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তিনি প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেন, তিনি অক্সফোর্ড ও দর্শন বিভাগ থেকে ‘প্রশাসনিক বাধার’ সম্মুখীন হয়েছে। 

এক ই-মেইলের মাধ্যমে বোস্ট্রম গার্ডিয়ানকে বলেন, ‘প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার প্রক্রিয়া কয়েক বছর ধরেই চলছিল। ২০০৫ সালে আমরা প্রাথমিকভাবে তিন বছরের জন্য অনুদান পাই ও এরপর এই অনুদানের সময়কাল বাড়তে থাকে।’ 

ফিউচার অব হিউম্যানিটির ওয়েবসাইটে দাবি করা হয়, ২০২০ সালে তহবিল সংগ্রহ ও নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয় অক্সফোর্ড এবং ২০২৩ সালের শেষের দিকে দর্শনের অনুষদ ইনস্টিটিউটের অবশিষ্ট কর্মীদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে অক্সফোর্ড ও দর্শন অনুষদ কোনো মন্তব্য করেনি। 

কার্যকর পরার্থপরতা নামে একধরনের মতবাদকে সমর্থন করেন বোস্ট্রম। এই মতবাদ অনুযায়ী, বিশ্বজুড়ে ভালো কাজের পরিমাণ বাড়াতে মানুষের জীবন ও সম্পদ ব্যবহার করা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে এই মতবাদ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আরেক দার্শনিক অক্সফোর্ডের অধ্যাপক উইলিয়াম ম্যাকআস্কিলও এই মতবাদ প্রচারের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায় ও বিভিন্ন ম্যাগাজিনে তাঁকে নিয়ে লেখা হয়। এই মতবাদের একজন বড় সমর্থক ছিলেন সাবেক বিলিয়নিয়ার স্যাম ব্যাংকম্যান ফ্রাইড। তিনি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স প্রতিষ্ঠা করেন। তবে অর্থ কেলেঙ্কারির জন্য এখন তিনি সাজা কাটছেন। 

বোস্ট্রম লংটার্মিজম বা দীর্ঘমেয়াদবাদ নামে আন্দোলনেরও একজন প্রবক্তা। এই মতবাদ অনুসারে, এআই ও মহাকাশ ভ্রমণের মতো বাইরের হুমকি থেকে মানুষকে ভাবতে হবে। 

বোস্ট্রম ও দীর্ঘমেয়াদিবাদ বছরের পর বছর ধরে অসংখ্য সমর্থক পেয়েছে। এর মধ্যে মাস্কের মতো বিলিয়নিয়ররাও আছেন। বোস্ট্রমের প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ওপেন ফিলানথ্রপি প্রকল্প থেকে ১৩৩ লাখ পাউন্ড অনুদান পায়। এই অলাভজনক প্রকল্পে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিটজও বিনিয়োগ করেন। 

ব্যাংকম্যান-ফ্রাইডের বহু বিলিয়ন ডলারের জালিয়াতি এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আন্দোলনের নেতারা তাঁর আচরণ সম্পর্কে সতর্কতা উপেক্ষা করেছে এমন অভিযোগও উঠেছে। 

এদিকে গত বছর বোস্ট্রমের ১৯৯০ সালে লেখা কিছু ই-মেইল ফাঁস হয়। এর ফলে তাঁর বর্ণবাদী মন্তব্য প্রত্যাখ্যান করে ও ইউজেনিক্সের মতো বিষয়গুলোতে তাঁর মতামত স্পষ্ট করে একটি বিবৃতি প্রকাশ করেন। ইউজেনিক্স মতবাদের বিশ্বাসীরা মানব বংশগতিকে উন্নত করতে চায়। 

বিশ্ববিদ্যালয় তাঁর বর্ণবাদী ই-মেইল আবিষ্কারের পরে বোস্ট্রমের আচরণের বিষয়ে একটি তদন্ত শুরু করে। সে সময় অন্যান্য প্রধান কার্যকর পরার্থপরতা বিশ্বাসী গোষ্ঠীগুলো বোস্ট্রম থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়।

সে সময় অক্সফোর্ডের অন্য দার্শনিকদের দ্বারা পরিচালিত দ্য সেন্টার ফল ইফেক্টিভ অলট্রুইসম বলে, ‘আমরা নিক বোস্ট্রমের বেপরোয়া ত্রুটিপূর্ণ কথার জন্য নিন্দা প্রকাশ করছি।’ এই প্রতিষ্ঠানকে অনুদান দিতেন স্যাম ব্যাংকম্যান ফ্রাইড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত