অনলাইন ডেস্ক
গুগলের জিমেইলকে টক্কর দিতে ই-মেইল সার্ভিস আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। বাজারে গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে এক্সমেইল নামে ই-মেইল সেবা আনতে যাচ্ছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে মাস্ক ঘোষণা দিয়ে বলেন, ‘শিগগিরই আসছে এক্সমেইল।’
তবে এই মেইল সার্ভিসটির ফিচার, বাজারে আনার দিন-তারিখ বা সেবামূল্য নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। তবে এই সার্ভিসটি এক্স অ্যাপের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, ২০২৪ সালের আগস্টের মধ্যে গুগলের জনপ্রিয় সার্ভিস জিমেইল বন্ধ করে দেওয়া হবে। এতে জিমেইল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের তৈরি হয়। এরই মধ্যে মাস্ক এক্সমেইলের ঘোষণা দেন।
এক্স প্ল্যাটফর্ম ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি গুগলের অফিশিয়াল ই-মেইলের ছবি বলে প্রচার করা হয়। এতে লাখো ব্যবহারকারীর মধ্যে দ্বিধা ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে গুগল শিগগিরই এটি গুজব বলে উড়িয়ে দিয়ে বলে, জিমেইল বন্ধ হচ্ছে না। তারা বরং সম্প্রতি এটিকে ইউজার ফ্রেন্ডলি করতে এর ইন্টারফেস হালনাগাদ করেছে এবং এটিকে আরও রঙিন করেছে। তবে তা সত্ত্বেও কিছু ব্যবহারকারী জিমেইলের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং নতুন এক্সমেইল ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জিমেইলের এইচটিএমএল সংস্করণ বন্ধ করেছে গুগল। মূলত ধীর গতির ইন্টারনেট সেবায় এ সংস্করণে জিমেইল চালানো যেত।
২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর প্ল্যাটফর্মটিতে এ নিয়ে বেশ কয়েকটি সেবা যুক্ত করেছেন মাস্ক। এর মধ্যে এখন তিনি এক্সমেইল নামে নতুন আরেকটি সেবা যুক্ত করতে যাচ্ছেন। এর আগে তিনি চ্যাটজিপিটির মতো চ্যাটবট গ্রক নিয়ে আসেন। এআই অ্যাসিস্ট্যান্টটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কৌশল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল—এলএলএম) ব্যবহার করে বাস্তবিক আলাপচারিতা করতে সক্ষম।
এক্স প্ল্যাটফর্মকে ‘একের মধ্যে সব’ অ্যাপ হিসেবে তৈরি করবেন বলে উল্লেখ করেছেন মাস্ক। তাঁর লক্ষ্য এটিকে এমনভাবে তৈরি করা, যাতে এখানে সব ধরনের সেবা পাওয়া যায়। তিনি পোস্টে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এক্সপে এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এক্সটিউবের মতো আরও অনেক সেবা আনার ইঙ্গিত দেন।
কিছু বিশেষজ্ঞ মনে করেন, এক দশকেরও বেশি সময় ধরে ই-মেইল সার্ভিসের জগতে জিমেইলের একাধিপত্যে ভাগ বসাতে পারে এক্সমেইল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিমান্ড সেজ বলছে, বর্তমানে জিমেইলের ১৮০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলবিদ রিয়া ফ্রিম্যান মেইল অনলাইনকে বলেন, এক্সমেইলের পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারে এবং এর নতুন রূপ বেশ মজার হতে পারে। তিনি বলেন, ‘ইলন টুইটারে ব্যাপক পরিবর্তন এনেছেন এবং তিনি মানুষের মতামতের ধার ধারেন না। তাই মানুষ তাঁদের ই-মেইল ব্যবস্থাপনার জন্য এক্সকে ভরসা করবেন কি না তা দেখার বিষয়।’
তবে এক্সমেইলে জিমেইলের চেয়ে সুবিধা বেশি থাকতে পারে। অন্যান্য এক্স সেবা সঙ্গে যুক্ত থাকার কারণে এটি আরও বেশি নিরাপদ এবং কাস্টমাইজেবল হতে পারে। এর অসুবিধাও থাকতে পারে বলে সতর্ক করেন ফ্রিম্যান। ব্যবহারকারীদের নতুন ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারে আগ্রহী করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইলন মাস্কের এক্সমেইল।
গুগলের জিমেইলকে টক্কর দিতে ই-মেইল সার্ভিস আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। বাজারে গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে এক্সমেইল নামে ই-মেইল সেবা আনতে যাচ্ছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে মাস্ক ঘোষণা দিয়ে বলেন, ‘শিগগিরই আসছে এক্সমেইল।’
তবে এই মেইল সার্ভিসটির ফিচার, বাজারে আনার দিন-তারিখ বা সেবামূল্য নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। তবে এই সার্ভিসটি এক্স অ্যাপের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, ২০২৪ সালের আগস্টের মধ্যে গুগলের জনপ্রিয় সার্ভিস জিমেইল বন্ধ করে দেওয়া হবে। এতে জিমেইল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের তৈরি হয়। এরই মধ্যে মাস্ক এক্সমেইলের ঘোষণা দেন।
এক্স প্ল্যাটফর্ম ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি গুগলের অফিশিয়াল ই-মেইলের ছবি বলে প্রচার করা হয়। এতে লাখো ব্যবহারকারীর মধ্যে দ্বিধা ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে গুগল শিগগিরই এটি গুজব বলে উড়িয়ে দিয়ে বলে, জিমেইল বন্ধ হচ্ছে না। তারা বরং সম্প্রতি এটিকে ইউজার ফ্রেন্ডলি করতে এর ইন্টারফেস হালনাগাদ করেছে এবং এটিকে আরও রঙিন করেছে। তবে তা সত্ত্বেও কিছু ব্যবহারকারী জিমেইলের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং নতুন এক্সমেইল ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জিমেইলের এইচটিএমএল সংস্করণ বন্ধ করেছে গুগল। মূলত ধীর গতির ইন্টারনেট সেবায় এ সংস্করণে জিমেইল চালানো যেত।
২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর প্ল্যাটফর্মটিতে এ নিয়ে বেশ কয়েকটি সেবা যুক্ত করেছেন মাস্ক। এর মধ্যে এখন তিনি এক্সমেইল নামে নতুন আরেকটি সেবা যুক্ত করতে যাচ্ছেন। এর আগে তিনি চ্যাটজিপিটির মতো চ্যাটবট গ্রক নিয়ে আসেন। এআই অ্যাসিস্ট্যান্টটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কৌশল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল—এলএলএম) ব্যবহার করে বাস্তবিক আলাপচারিতা করতে সক্ষম।
এক্স প্ল্যাটফর্মকে ‘একের মধ্যে সব’ অ্যাপ হিসেবে তৈরি করবেন বলে উল্লেখ করেছেন মাস্ক। তাঁর লক্ষ্য এটিকে এমনভাবে তৈরি করা, যাতে এখানে সব ধরনের সেবা পাওয়া যায়। তিনি পোস্টে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এক্সপে এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এক্সটিউবের মতো আরও অনেক সেবা আনার ইঙ্গিত দেন।
কিছু বিশেষজ্ঞ মনে করেন, এক দশকেরও বেশি সময় ধরে ই-মেইল সার্ভিসের জগতে জিমেইলের একাধিপত্যে ভাগ বসাতে পারে এক্সমেইল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিমান্ড সেজ বলছে, বর্তমানে জিমেইলের ১৮০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলবিদ রিয়া ফ্রিম্যান মেইল অনলাইনকে বলেন, এক্সমেইলের পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারে এবং এর নতুন রূপ বেশ মজার হতে পারে। তিনি বলেন, ‘ইলন টুইটারে ব্যাপক পরিবর্তন এনেছেন এবং তিনি মানুষের মতামতের ধার ধারেন না। তাই মানুষ তাঁদের ই-মেইল ব্যবস্থাপনার জন্য এক্সকে ভরসা করবেন কি না তা দেখার বিষয়।’
তবে এক্সমেইলে জিমেইলের চেয়ে সুবিধা বেশি থাকতে পারে। অন্যান্য এক্স সেবা সঙ্গে যুক্ত থাকার কারণে এটি আরও বেশি নিরাপদ এবং কাস্টমাইজেবল হতে পারে। এর অসুবিধাও থাকতে পারে বলে সতর্ক করেন ফ্রিম্যান। ব্যবহারকারীদের নতুন ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারে আগ্রহী করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইলন মাস্কের এক্সমেইল।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২৮ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে