জিমেইলে স্প্যাম আনসাবস্ক্রাইব করার নতুন বাটন, ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৮

জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়। 

ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে। 

ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে। 

যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন। ছবি: টমস গাইডএকই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। 

১. ইমেইল খুলুন 
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন। 

২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন 
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন। 

৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না। 

ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। ছবি: টমস গাইডজিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে। 

আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। ছবি: টমস গাইডএছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তথ্যসূত্র: টমস গাইড

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত