অনলাইন ডেস্ক
জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে