প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বলা যায় চ্যাটজিপিটি চালুর পর থেকে এই প্রতিযোগীতা বেড়েছে কয়েক গুন। ভবিষ্যতে সব খাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রবেশ করার পাশাপাশি গুরুত্বপুর্ণ প্রভাব রাখবে সেসব খাতে। এ কারণে পেশাজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজে দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ২০টির বেশি কোর্স চালু করবে লিংকডইন। যে কেউ অনলাইনে এ কোর্স করার সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকসার্কেলের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইন লার্নিংয়ের কনটেন্ট স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ড্যান ব্রডনিটজ জানিয়েছেন, বর্তমান বিশ্বে বিপণন, বিক্রয় বা সফটওয়্যারের সঙ্গে যুক্ত পেশাজীবীদের দৈনন্দিন কাজে এআই প্রযুক্তি ব্যবহারের ওপর তাঁদের চাকরি এবং কর্মজীবনের সফলতা নির্ভর করছে। পেশাজীবীদের এআই ব্যবহারে দক্ষ করতে ২০টির বেশ কোর্স চালু করবে লিংকডইন।
আগামী ১৫ জুন পর্যন্ত বিনামূল্যে এসব কোর্স করতে পারবেন ব্যবহারকারীরা। লিংকডইনের এ উদ্যোগের আওতায় ‘জেনারেটিভ এআই’, ‘এআই অ্যান্ড মেশিন লার্নিং ফাউন্ডেশন’, ‘রেসপনসিবল এআই’, ‘অ্যাডভান্স এআই’ এবং ‘অ্যাপ্লায়েড এআই’ শেখানো হবে। একজন ব্যবহারকারী চাইলেই একাধিক কোর্সে যুক্ত হতে পারবেন।
সম্প্রতি, প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল যুক্ত করার ঘোষণা দেয় লিংকডইন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লিখতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে লিংকডইন।
লিংকডইন জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলে তা গুছিয়ে লিখে দেবে এআই টুলটি। ফলে প্ল্যাটফর্মে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে নতুন এই টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান— উভয় পক্ষই সুবিধা পাবে।
সম্প্রতি, প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ— জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বলা যায় চ্যাটজিপিটি চালুর পর থেকে এই প্রতিযোগীতা বেড়েছে কয়েক গুন। ভবিষ্যতে সব খাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রবেশ করার পাশাপাশি গুরুত্বপুর্ণ প্রভাব রাখবে সেসব খাতে। এ কারণে পেশাজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজে দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ২০টির বেশি কোর্স চালু করবে লিংকডইন। যে কেউ অনলাইনে এ কোর্স করার সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকসার্কেলের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইন লার্নিংয়ের কনটেন্ট স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ড্যান ব্রডনিটজ জানিয়েছেন, বর্তমান বিশ্বে বিপণন, বিক্রয় বা সফটওয়্যারের সঙ্গে যুক্ত পেশাজীবীদের দৈনন্দিন কাজে এআই প্রযুক্তি ব্যবহারের ওপর তাঁদের চাকরি এবং কর্মজীবনের সফলতা নির্ভর করছে। পেশাজীবীদের এআই ব্যবহারে দক্ষ করতে ২০টির বেশ কোর্স চালু করবে লিংকডইন।
আগামী ১৫ জুন পর্যন্ত বিনামূল্যে এসব কোর্স করতে পারবেন ব্যবহারকারীরা। লিংকডইনের এ উদ্যোগের আওতায় ‘জেনারেটিভ এআই’, ‘এআই অ্যান্ড মেশিন লার্নিং ফাউন্ডেশন’, ‘রেসপনসিবল এআই’, ‘অ্যাডভান্স এআই’ এবং ‘অ্যাপ্লায়েড এআই’ শেখানো হবে। একজন ব্যবহারকারী চাইলেই একাধিক কোর্সে যুক্ত হতে পারবেন।
সম্প্রতি, প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল যুক্ত করার ঘোষণা দেয় লিংকডইন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লিখতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে লিংকডইন।
লিংকডইন জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলে তা গুছিয়ে লিখে দেবে এআই টুলটি। ফলে প্ল্যাটফর্মে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে নতুন এই টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান— উভয় পক্ষই সুবিধা পাবে।
সম্প্রতি, প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ— জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১০ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে