আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ধ্বংস করার লক্ষ্যে ৮৪৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইলন মাস্কের মহাকাশযান, রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে এই চুক্তি করা হয়েছে।
১৯৯৮ সালে নাসা, রাশিয়ার রসকসমস, ইউরোপের ইএসএ, জাপানের জেএএক্সএ এবং কানাডার সিএসএর সহযোগিতায় আইএসএস তৈরি হয়েছিল।
এটি বিজ্ঞানীদের এমন পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ দিয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও করা সম্ভব নয়। এই স্টেশন পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল ওপরের কক্ষপথে ঘোরে।
আইএসএসকে ‘মহাকাশে গবেষণা প্ল্যাটফর্ম তৈরি এবং ব্যবহার করার জন্য বিশ্বের মানবিক প্রচেষ্টায় একটি অভূতপূর্ব সাফল্য’ হিসেবে বর্ণনা করেছে নাসা।
তবে এটি চিরকাল ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি হয়নি।
২০৩০ সালের শেষ দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম শেষ হয়ে যাবে। সে সময় একটি মহাকাশযান আইএসএসের সঙ্গে যুক্ত হয়ে তার থ্রাস্টার ব্যবহার করে স্টেশনটিকে পৃথিবীর দিকে ঠেলে দেবে এবং এই কাজটিই করবে ইলন মাস্কের স্পেসএক্স, যার জন্য ৮৪৩ মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে।
স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানের একটি সংশোধিত সংস্করণ এ কাজে ব্যবহার করা হবে। সাধারণ ড্রাগন মহাকাশযানের তুলনায় এর জ্বালানি থাকবে ছয় গুণ এবং থ্রাস্টারের শক্তি থাকবে চার গুণ বেশি।
যখন আইএসএস পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন স্টেশনটি বেশির ভাগ অংশে ভেঙে টুকরো টুকরো হয়ে পুড়ে যাবে। তবে মহাকাশ স্টেশনের বড় অংশগুলো বায়ুমণ্ডল পার হয়ে পৃথিবীর নির্দিষ্ট জায়গায় পড়বে। জায়গাটির অবস্থান এখনো জনসম্মুখে প্রকাশ করেনি নাসা।
নাসার সদর দপ্তরের স্পেস অপারেশন মিশন ডিরেক্টরের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর কেন বোয়ারসক্স বলেছেন, আইএসএসের জন্য একটি মার্কিন ডিওরবিট যান নির্বাচন নাসা এবং তার আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য করবে, যাতে তারা স্টেশনের কার্যক্রম শেষ হওয়ার পর নিরাপদ এবং দায়িত্বশীলভাবে কম উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে।
আইএসএসের জন্য একটি মার্কিন ডিওরবিট যান নির্বাচনের মাধ্যমে নাসা এবং তার আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য করবে, যাতে নিরাপদ ও দায়িত্বশীলভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্টেশনটিকে সরিয়ে নেওয়া যায়।
আইএসএস বিজ্ঞান, অনুসন্ধান এবং মহাকাশে অংশীদারত্বের জন্য একটি মডেল হিসেবে রয়ে গেছে, যা সবার উপকারে আসে।
মহাকাশে কাজ চালিয়ে যাওয়ার জন্য ৯টি মহাকাশ স্টেশন প্রস্তুত রয়েছে, এর মধ্যে রয়েছে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন। এটি ২০২১ সাল থেকে কক্ষপথে রয়েছে।
এদিকে স্পেসএক্স দীর্ঘদিন ধরেই নাসার বিভিন্ন চুক্তি পেয়েছে। সর্বশেষ কোম্পানিটি ২৫৬ মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে, যার মাধ্যমে নাসার ড্রাগনফ্লাই মিশনটি টাইটান, শনির বৃহত্তম উপগ্রহ, আবিষ্কারের জন্য উৎক্ষেপণ করা হবে।
২০২৮ সালের ৫ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা থেকে ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে মহাকাশ সংস্থার ড্রাগনফ্লাই রোটক্রাফটটি উৎক্ষেপণ করা হবে।
এটি শনির বৃহত্তম চাঁদ টাইটানে পৌঁছাতে ছয় বছর সময় লাগবে। অর্থাৎ ২০৩৪ সালে সেখানে অবতরণ করবে মহাকাশযানটি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ধ্বংস করার লক্ষ্যে ৮৪৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইলন মাস্কের মহাকাশযান, রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে এই চুক্তি করা হয়েছে।
১৯৯৮ সালে নাসা, রাশিয়ার রসকসমস, ইউরোপের ইএসএ, জাপানের জেএএক্সএ এবং কানাডার সিএসএর সহযোগিতায় আইএসএস তৈরি হয়েছিল।
এটি বিজ্ঞানীদের এমন পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ দিয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও করা সম্ভব নয়। এই স্টেশন পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল ওপরের কক্ষপথে ঘোরে।
আইএসএসকে ‘মহাকাশে গবেষণা প্ল্যাটফর্ম তৈরি এবং ব্যবহার করার জন্য বিশ্বের মানবিক প্রচেষ্টায় একটি অভূতপূর্ব সাফল্য’ হিসেবে বর্ণনা করেছে নাসা।
তবে এটি চিরকাল ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি হয়নি।
২০৩০ সালের শেষ দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম শেষ হয়ে যাবে। সে সময় একটি মহাকাশযান আইএসএসের সঙ্গে যুক্ত হয়ে তার থ্রাস্টার ব্যবহার করে স্টেশনটিকে পৃথিবীর দিকে ঠেলে দেবে এবং এই কাজটিই করবে ইলন মাস্কের স্পেসএক্স, যার জন্য ৮৪৩ মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে।
স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানের একটি সংশোধিত সংস্করণ এ কাজে ব্যবহার করা হবে। সাধারণ ড্রাগন মহাকাশযানের তুলনায় এর জ্বালানি থাকবে ছয় গুণ এবং থ্রাস্টারের শক্তি থাকবে চার গুণ বেশি।
যখন আইএসএস পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন স্টেশনটি বেশির ভাগ অংশে ভেঙে টুকরো টুকরো হয়ে পুড়ে যাবে। তবে মহাকাশ স্টেশনের বড় অংশগুলো বায়ুমণ্ডল পার হয়ে পৃথিবীর নির্দিষ্ট জায়গায় পড়বে। জায়গাটির অবস্থান এখনো জনসম্মুখে প্রকাশ করেনি নাসা।
নাসার সদর দপ্তরের স্পেস অপারেশন মিশন ডিরেক্টরের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর কেন বোয়ারসক্স বলেছেন, আইএসএসের জন্য একটি মার্কিন ডিওরবিট যান নির্বাচন নাসা এবং তার আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য করবে, যাতে তারা স্টেশনের কার্যক্রম শেষ হওয়ার পর নিরাপদ এবং দায়িত্বশীলভাবে কম উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে।
আইএসএসের জন্য একটি মার্কিন ডিওরবিট যান নির্বাচনের মাধ্যমে নাসা এবং তার আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য করবে, যাতে নিরাপদ ও দায়িত্বশীলভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্টেশনটিকে সরিয়ে নেওয়া যায়।
আইএসএস বিজ্ঞান, অনুসন্ধান এবং মহাকাশে অংশীদারত্বের জন্য একটি মডেল হিসেবে রয়ে গেছে, যা সবার উপকারে আসে।
মহাকাশে কাজ চালিয়ে যাওয়ার জন্য ৯টি মহাকাশ স্টেশন প্রস্তুত রয়েছে, এর মধ্যে রয়েছে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন। এটি ২০২১ সাল থেকে কক্ষপথে রয়েছে।
এদিকে স্পেসএক্স দীর্ঘদিন ধরেই নাসার বিভিন্ন চুক্তি পেয়েছে। সর্বশেষ কোম্পানিটি ২৫৬ মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে, যার মাধ্যমে নাসার ড্রাগনফ্লাই মিশনটি টাইটান, শনির বৃহত্তম উপগ্রহ, আবিষ্কারের জন্য উৎক্ষেপণ করা হবে।
২০২৮ সালের ৫ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা থেকে ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে মহাকাশ সংস্থার ড্রাগনফ্লাই রোটক্রাফটটি উৎক্ষেপণ করা হবে।
এটি শনির বৃহত্তম চাঁদ টাইটানে পৌঁছাতে ছয় বছর সময় লাগবে। অর্থাৎ ২০৩৪ সালে সেখানে অবতরণ করবে মহাকাশযানটি।
ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক প্যারাগন সলিউশনসের সম্ভাব্য গ্রাহক হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ইসরায়েল এবং সিঙ্গাপুরের সরকারের নাম উঠে এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডার একদল গবেষক।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়।
৫ ঘণ্টা আগেচলতি বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। এদিকে উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে পুরোনো মডেলের ২৪ কোটি কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া
১ দিন আগেটিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের সময় পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
১ দিন আগে