অ্যাপলের ৬টি এআই ফিচার এখনই ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৩: ০৬

নিজেদের ডেভেলপার সম্মেলনে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ হিসেবে পরিচিত করিয়েছে অ্যাপল। চূড়ান্ত সংস্করণ আসার আগেই আইওএস ১৮ .১ এর বেটা সংস্করণের মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সের ৬টি ফিচার ব্যবহারের সুযোগ রয়েছে। অ্যাপল ইন্টেলিজেন্সের রাইটিং টুল, সিরির উন্নত সংস্করণ, এআইভিত্তিক মেইল, এআইভিত্তিক নোটিফিকেশনের সারসংক্ষেপ, টেক্সটের মাধ্যমে ছবি খোঁজার টুল ও কল রেকর্ডিং ফিচার এই আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। 

আইওএস ১৮.১, আইপ্যাডওএস ১৮.১ ও ম্যাকওএস ১৫.১ এর বেটা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ম্যাকে অ্যাপলের এআইভিত্তিক টুলগুলো ব্যবহার করা। কেবল আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, এম ১ ও এর পরবর্তী সংস্করণের চিপের আইপ্যাড ও ম্যাকে বেটা সংস্করণগুলো ইনস্টল করা যাবে। 

বেটা সংস্করণটি ইনস্টলের আগে অ্যাপল ডিভাইসের একটি ব্যাকআপ অন্য কোথাও রেখে দেওয়া উচিত। কারণ এটি একটি পরীক্ষামূলক সংস্করণ। এতে অনেকে ত্রুটি থাকাটাই স্বাভাবিক। 

আইওএস ১৮.১ বেটা সংস্করণ ডাউনলোড করার জন্য প্রথমেই অ্যাপলের ডেভেলপার প্রোগ্রামে তালিকাভুক্ত হতে হবে। 
ডেভেলপার ও বিনামূল্যের অ্যাপল ডেভেলপার অ্যাকাউন্টের জন্য বেটা সংস্করণগুলো চালু করা হয়েছে। 

অ্যাপল ডেভেলপার প্রোগ্রামে তালিকাভুক্ত হবেন যেভাবে 
বিনামূল্যের অ্যাপল ডেভেলপার প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়ার পর আপনার অ্যাপল ডিভাইসে আইওএস ১৮.১ আপডেটটি পাওয়া যাবে। এই প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়া জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. অ্যাপল ডেভেলপার ওয়েবসাইটে (developer. apple. com) প্রবেশ করুন। 
২. ওপরের দিকে বাম পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে। এরপর মেনু থেকে অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন। 
৩. নিজের অ্যাপল আইডি দিয়ে সাইন ইন করুন। 
৪. অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের নীতিমালাকে সম্মতি দিন। এ জন্য সবগুলো চেক বক্সে টিক চিহ্ন দিন ও সাবমিট বাটনে ক্লিক করুন। 

আইফোন ও আইপ্যাডে আইওএস ১৮.১ বেটা সংস্করণ ডাউনলোড করবেন যেভাবে 
অ্যাপলের ডেভেলপার বেটা প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়ার পর নতুন বেটা সংস্করণটি আইফোন ও আইপ্যাডে পাওয়া যাবে। এরপর ইনস্টল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. আইফোন ও আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন। 
২. এর পর ‘বেটা আপডেট’ অপশনে ট্যাপ করুন। 
৩. আইফোনের জন্য ‘আইওএস ১৮.১ ডেভেলপার বেটা’ ও আইপ্যাডের জন্য ‘আইপ্যাডওএস ১৮.১’ সংস্করণে ট্যাপ করুন। 
৪. এর আগে পেজে ফিরে যান ও ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ বাটনে ট্যাপ করুন। 

ম্যাকের আইওএস ১৮.১ বেটা সংস্করণ ডাউনলোড করবেন যেভাবে 
১. ম্যাকের সেটিংসে প্রবেশ করুন। 
২. এরপর জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপডেট অপশন নির্বাচন করুন
 ৩. আগের পেজে ফেরত যান এবং আপডেট ও ইনস্টল অপশনে ক্লিক করুন। 

অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচার চালু করবেন যেভাবে 
আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ডাউনলোডের পরে অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য একটি ওয়েটলিস্ট বা অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 
১. ডিভাইসের সেটিংস অপশনে যান 
২. অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি অপশনে যান 
৩. ‘Join the Apple Intelligence Waitlis’ অপশনে ট্যাপ করুন 
৪. এবার ‘Join Waitlis’ অপশন নির্বাচন করুন। 
 আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স চালু হওয়ার জন্য কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। অ্যাপল ইন্টেলিজেন্স চালু হলে এর ফিচারগুলো কীভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে একটি টিউটোরিয়াল দেখানো হবে। 

তথ্যসূত্র: ম্যাশাবল, টাইমস অব ইন্ডিয়া ও সিনেট

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত