অনলাইন ডেস্ক
চাকরি নেটওয়ার্কিং ও নিয়োগের জন্য এআই টুল যুক্ত করবে লিংকডইন। এআই ফিচারগুলো চাকরি খুঁজতে, মার্কেটিং ও পণ্য বিক্রির ক্ষেত্রে ব্যবহারকারীকে সাহায্য করবে। রিক্রুটার ট্যালেন্ট সোর্সিং প্ল্যাটফর্মে এআইভিত্তিক অ্যাসিস্ট্যান্টের একটি বড় আপডেটে এবং মার্কেটিং প্রচারণার জন্য লিংকডইন এআইভিত্তিক টুল অন্তর্ভুক্ত করবে। এ ছাড়া এআইভিত্তিক কোচও যুক্ত করা হবে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
লিংকডইন বলছে, কোম্পানি ধীরে ধীরে এআই ভিত্তিক ফিচার পণ্যের পোর্টফোলিওতে যুক্ত করছে। এর মধ্যে গত মার্চে প্ল্যাটফর্মে লেখালেখির জন্য এআই ভিত্তিক লেখার পরামর্শের ফিচারটি রয়েছে। অর্থাৎ ব্যবহারকারী প্ল্যাটফর্মে কোনো কিছু লিখলে এর পরবর্তী শব্দের পরামর্শ এআই দেবে। এ বছরে নিয়োগকারীরা এইআইয়ের তৈরি অনেক চাকরির বিবরণ দেখতে পাচ্ছেন।
লিংকডইনে এআইয়ের ব্যবহার নতুন কিছু নয়। অনেক আগে থেকেই এর ব্যবহার হয়েছে, তবে তা আড়ালে ছিল। প্ল্যাটফর্মটি চাকরিপ্রার্থী বা নিয়োগকারীর প্রোফাইল অনুযায়ী নেটওয়ার্কিংয়ের যে পরামর্শ দেয় তা এআইয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে।
লিংকডইনের সাবেক এআই ইঞ্জিনিয়ার দীপক আগারওয়াল বলে, ‘লিংকডইনের সবকিছু এআই পরিচালিত করে।’
মাইক্রোসফট কয়েক বছর আগে লিংকডইনকে কিনে নেয়। এদিকে ওপেনএআইয়ের ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক হয়। তাই লিংকডিন এখন ওপেনএআই ও মাইক্রোসফটের নতুন ফিচারগুলো এই প্ল্যাটফর্মে কাজে লাগাচ্ছে।
মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ওপেনেওআইয়ের প্রযুক্তির সঙ্গে যুক্ত করা ছিল একটি কৌশলী সিদ্ধান্ত। টেকক্রাঞ্চের প্রতিবেদকে লিংকডইনের প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের ভাইস প্রেসিডেন্ট ইরান বার্গার বলেন, কোম্পানি যেসব প্রযুক্তি ব্যবহার করছে তার মূল্যায়ন চালিয়ে যাবে। প্ল্যাটফর্মটি নিজস্ব ল্যাংগুয়েজ মডেল ও অন্যান্য এআই পণ্য ব্যবহার করবে কিনা, তা নিয়েও চিন্তা–ভাবনা করছে। আপাতত লিংকডইন মাইক্রোসফটের বিনিয়োগের ওপরের নির্ভর করবে।
লিংকডইনের যেসব ফিচার আসবে
লিংকডইন বলেছে, এআই ভিত্তিক নিয়োগের নতুন ফিচার হল – রিক্রুটার ২০২৪। এটি জেনারেটিভ এআইয়ের মাধ্যমে নিয়োগকর্তাকে প্রার্থী তালিকার জন্য আরও ভালো অনুসন্ধানে সাহায্য করবে।
লিংকডইন ল্যার্নিং এ এআই যুক্ত করে ‘লার্নিং কোচ’ ফিচার নিয়ে আসা হবে যা চ্যাটবট হিসেবে কাজ করবে। চ্যাটবট গুলো ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেবে। এই কোচ ব্যবহারকারীকে বিভিন্ন কোর্সসহ বিভিন্ন তথ্য ও পরামর্শও দেবে। লিংকইডিনের সাধারণ ও টেকনিক্যাল দক্ষতা বিষয়ক শিক্ষণীয় ভিডিও রয়েছে। এআই কোচ ভিডিওগুলো দেখারও পরামর্শ দিতে পারে।
মার্কেটিংয়ের ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার দেখা যাবে। লিংকডইনের নতুন পণ্য ‘অ্যাকসেলেরেট’মার্কেটিংয়ের কাজ করবে। এর মাধ্যমে লিংকডইনের মধ্যে মার্কেটিং খুব সহজে করা যাবে। অ্যাকসেলেরেটের একটি ত্রুটি হলো এটি শুধুমাত্র লিংকডইনের মধ্যে সীমাবদ্ধ। ব্যবহারকারীরা অন্য সামাজিক মাধ্যমেও মার্কেটিং চালাতে চাইবে।
নতুন এআই ফিচারটি চাকরি ও নিয়োগের ক্ষেত্রে সহজে সম্ভাব্য নেটওয়ার্ক খুঁজে পেতে আরও সাহায্য করবে।
লিংকডইনের প্রায় ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। গত বছর কোম্পানিটি প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার আয় করে।
চাকরি নেটওয়ার্কিং ও নিয়োগের জন্য এআই টুল যুক্ত করবে লিংকডইন। এআই ফিচারগুলো চাকরি খুঁজতে, মার্কেটিং ও পণ্য বিক্রির ক্ষেত্রে ব্যবহারকারীকে সাহায্য করবে। রিক্রুটার ট্যালেন্ট সোর্সিং প্ল্যাটফর্মে এআইভিত্তিক অ্যাসিস্ট্যান্টের একটি বড় আপডেটে এবং মার্কেটিং প্রচারণার জন্য লিংকডইন এআইভিত্তিক টুল অন্তর্ভুক্ত করবে। এ ছাড়া এআইভিত্তিক কোচও যুক্ত করা হবে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
লিংকডইন বলছে, কোম্পানি ধীরে ধীরে এআই ভিত্তিক ফিচার পণ্যের পোর্টফোলিওতে যুক্ত করছে। এর মধ্যে গত মার্চে প্ল্যাটফর্মে লেখালেখির জন্য এআই ভিত্তিক লেখার পরামর্শের ফিচারটি রয়েছে। অর্থাৎ ব্যবহারকারী প্ল্যাটফর্মে কোনো কিছু লিখলে এর পরবর্তী শব্দের পরামর্শ এআই দেবে। এ বছরে নিয়োগকারীরা এইআইয়ের তৈরি অনেক চাকরির বিবরণ দেখতে পাচ্ছেন।
লিংকডইনে এআইয়ের ব্যবহার নতুন কিছু নয়। অনেক আগে থেকেই এর ব্যবহার হয়েছে, তবে তা আড়ালে ছিল। প্ল্যাটফর্মটি চাকরিপ্রার্থী বা নিয়োগকারীর প্রোফাইল অনুযায়ী নেটওয়ার্কিংয়ের যে পরামর্শ দেয় তা এআইয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে।
লিংকডইনের সাবেক এআই ইঞ্জিনিয়ার দীপক আগারওয়াল বলে, ‘লিংকডইনের সবকিছু এআই পরিচালিত করে।’
মাইক্রোসফট কয়েক বছর আগে লিংকডইনকে কিনে নেয়। এদিকে ওপেনএআইয়ের ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক হয়। তাই লিংকডিন এখন ওপেনএআই ও মাইক্রোসফটের নতুন ফিচারগুলো এই প্ল্যাটফর্মে কাজে লাগাচ্ছে।
মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ওপেনেওআইয়ের প্রযুক্তির সঙ্গে যুক্ত করা ছিল একটি কৌশলী সিদ্ধান্ত। টেকক্রাঞ্চের প্রতিবেদকে লিংকডইনের প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের ভাইস প্রেসিডেন্ট ইরান বার্গার বলেন, কোম্পানি যেসব প্রযুক্তি ব্যবহার করছে তার মূল্যায়ন চালিয়ে যাবে। প্ল্যাটফর্মটি নিজস্ব ল্যাংগুয়েজ মডেল ও অন্যান্য এআই পণ্য ব্যবহার করবে কিনা, তা নিয়েও চিন্তা–ভাবনা করছে। আপাতত লিংকডইন মাইক্রোসফটের বিনিয়োগের ওপরের নির্ভর করবে।
লিংকডইনের যেসব ফিচার আসবে
লিংকডইন বলেছে, এআই ভিত্তিক নিয়োগের নতুন ফিচার হল – রিক্রুটার ২০২৪। এটি জেনারেটিভ এআইয়ের মাধ্যমে নিয়োগকর্তাকে প্রার্থী তালিকার জন্য আরও ভালো অনুসন্ধানে সাহায্য করবে।
লিংকডইন ল্যার্নিং এ এআই যুক্ত করে ‘লার্নিং কোচ’ ফিচার নিয়ে আসা হবে যা চ্যাটবট হিসেবে কাজ করবে। চ্যাটবট গুলো ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেবে। এই কোচ ব্যবহারকারীকে বিভিন্ন কোর্সসহ বিভিন্ন তথ্য ও পরামর্শও দেবে। লিংকইডিনের সাধারণ ও টেকনিক্যাল দক্ষতা বিষয়ক শিক্ষণীয় ভিডিও রয়েছে। এআই কোচ ভিডিওগুলো দেখারও পরামর্শ দিতে পারে।
মার্কেটিংয়ের ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার দেখা যাবে। লিংকডইনের নতুন পণ্য ‘অ্যাকসেলেরেট’মার্কেটিংয়ের কাজ করবে। এর মাধ্যমে লিংকডইনের মধ্যে মার্কেটিং খুব সহজে করা যাবে। অ্যাকসেলেরেটের একটি ত্রুটি হলো এটি শুধুমাত্র লিংকডইনের মধ্যে সীমাবদ্ধ। ব্যবহারকারীরা অন্য সামাজিক মাধ্যমেও মার্কেটিং চালাতে চাইবে।
নতুন এআই ফিচারটি চাকরি ও নিয়োগের ক্ষেত্রে সহজে সম্ভাব্য নেটওয়ার্ক খুঁজে পেতে আরও সাহায্য করবে।
লিংকডইনের প্রায় ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। গত বছর কোম্পানিটি প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার আয় করে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৯ ঘণ্টা আগে