অনলাইন ডেস্ক
আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২৩ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে