Ajker Patrika

আইফোনে ডিলিট হয়ে যাওয়া খুদে বার্তা ফিরে পাবেন যেভাবে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫৪
আইফোনে ডিলিট হয়ে যাওয়া খুদে বার্তা ফিরে পাবেন যেভাবে

আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।

আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।

ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন 
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।

এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।

তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।

মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।

যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।

ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে। 

আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।

তথ্যসূত্র: সিনেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত