আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৪ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৭ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
৯ ঘণ্টা আগে