চীনা মালিকানাধীন বাইটড্যান্সের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় থাকলেও এর ই-কমার্স চ্যানেল টিকটক শপ দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। চলতি বছর মার্কিন ক্রেতাদের কেনাকাটার তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে টিকটক শপ।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন টিকটকের চীনা মালিকানা নিয়ে উদ্বিগ্ন। চীন থেকে মার্কিন তথ্যের সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কায় আগামী ১৯ জানুয়ারির মধ্যে বাইটড্যান্স থেকে আলাদা না হলে টিকটক নিষিদ্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন শঙ্কার মধ্যেও ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে উপলক্ষে মার্কিন ক্রেতারা বিপুল পরিমাণে পণ্য কিনেছেন টিকটক শপ থেকে।
টিকটক শপের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্ল্যাক ফ্রাইডে সেলে এ প্ল্যাটফর্মের বেচাকেনা ১০ কোটি ডলার ছাড়িয়েছে। গ্রাহকের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ।
পেনসিলভানিয়ার বাসিন্দা জেসমিন হুইলি জানান, টিকটক শপ তাঁর কেনাকাটার প্রথম পছন্দ। ২০২৩ সালে তিনি প্রায় ৭০০ ডলার ব্যয় করেছেন এই প্ল্যাটফর্মে।
টিকটক শপের আকর্ষণীয় ফিচার যেমন লাইভ ভিডিও স্ট্রিমিং, দ্রুত শিপিং সুবিধা এবং ‘ইনফ্লুয়েন্সার’-এর মাধ্যমে পণ্যের প্রচার ক্রেতাদের টানছে। বিশেষত, লাইভ সেশন থেকে সরাসরি কেনাকাটার সুবিধা মার্কিন ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।
ডেটা ফার্ম ফ্যাক্টিয়াসের তথ্য অনুসারে, গত নভেম্বরে টিকটক শপের সাপ্তাহিক বেচাকেনা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য ই-কমার্স প্ল্যাটফর্ম শেইন এবং তেমুকেও ছাড়িয়ে গেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে টিকটক শপের ব্যবসা এবং মার্কিন ই-কমার্স মার্কেটিং এজেন্সিগুলো ক্ষতির সম্মুখীন হবে। হক মিডিয়ার সিইও এরিক হিউবারম্যান বলেন, ‘টিকটক শপ একটি নতুন এবং কার্যকর প্ল্যাটফর্ম, যা ব্র্যান্ডের বিক্রিতে বড় ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞা এলে এর কোনো বিকল্প থাকবে না।’
এদিকে ইমার্কেটার জানিয়েছে, ২০২৪ সালে টিকটকের বিজ্ঞাপন আয় যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা দেশের ডিজিটাল বিজ্ঞাপন বাজারের ৪.৫ শতাংশ।
নিষেধাজ্ঞার আশঙ্কার মধ্যেও টিকটক শপের জনপ্রিয়তা প্রমাণ করে, মার্কিন ক্রেতারা নতুন প্রযুক্তি ও দ্রুত শপিং প্ল্যাটফর্মের প্রতি আগ্রহী। তবে সামগ্রিক পরিস্থিতি টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
চীনা মালিকানাধীন বাইটড্যান্সের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় থাকলেও এর ই-কমার্স চ্যানেল টিকটক শপ দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। চলতি বছর মার্কিন ক্রেতাদের কেনাকাটার তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে টিকটক শপ।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন টিকটকের চীনা মালিকানা নিয়ে উদ্বিগ্ন। চীন থেকে মার্কিন তথ্যের সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কায় আগামী ১৯ জানুয়ারির মধ্যে বাইটড্যান্স থেকে আলাদা না হলে টিকটক নিষিদ্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন শঙ্কার মধ্যেও ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে উপলক্ষে মার্কিন ক্রেতারা বিপুল পরিমাণে পণ্য কিনেছেন টিকটক শপ থেকে।
টিকটক শপের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্ল্যাক ফ্রাইডে সেলে এ প্ল্যাটফর্মের বেচাকেনা ১০ কোটি ডলার ছাড়িয়েছে। গ্রাহকের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ।
পেনসিলভানিয়ার বাসিন্দা জেসমিন হুইলি জানান, টিকটক শপ তাঁর কেনাকাটার প্রথম পছন্দ। ২০২৩ সালে তিনি প্রায় ৭০০ ডলার ব্যয় করেছেন এই প্ল্যাটফর্মে।
টিকটক শপের আকর্ষণীয় ফিচার যেমন লাইভ ভিডিও স্ট্রিমিং, দ্রুত শিপিং সুবিধা এবং ‘ইনফ্লুয়েন্সার’-এর মাধ্যমে পণ্যের প্রচার ক্রেতাদের টানছে। বিশেষত, লাইভ সেশন থেকে সরাসরি কেনাকাটার সুবিধা মার্কিন ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।
ডেটা ফার্ম ফ্যাক্টিয়াসের তথ্য অনুসারে, গত নভেম্বরে টিকটক শপের সাপ্তাহিক বেচাকেনা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য ই-কমার্স প্ল্যাটফর্ম শেইন এবং তেমুকেও ছাড়িয়ে গেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে টিকটক শপের ব্যবসা এবং মার্কিন ই-কমার্স মার্কেটিং এজেন্সিগুলো ক্ষতির সম্মুখীন হবে। হক মিডিয়ার সিইও এরিক হিউবারম্যান বলেন, ‘টিকটক শপ একটি নতুন এবং কার্যকর প্ল্যাটফর্ম, যা ব্র্যান্ডের বিক্রিতে বড় ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞা এলে এর কোনো বিকল্প থাকবে না।’
এদিকে ইমার্কেটার জানিয়েছে, ২০২৪ সালে টিকটকের বিজ্ঞাপন আয় যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা দেশের ডিজিটাল বিজ্ঞাপন বাজারের ৪.৫ শতাংশ।
নিষেধাজ্ঞার আশঙ্কার মধ্যেও টিকটক শপের জনপ্রিয়তা প্রমাণ করে, মার্কিন ক্রেতারা নতুন প্রযুক্তি ও দ্রুত শপিং প্ল্যাটফর্মের প্রতি আগ্রহী। তবে সামগ্রিক পরিস্থিতি টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৬ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৯ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
১০ ঘণ্টা আগে