অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। এবার বন্ধুদের স্টোরি হাইলাইটগুলো যেন মিস না এ জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। মিস করা স্টোরি হাইলাইটসগুলো পুনরায় দেখার সুযোগ দেবে এই ফিচার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কটির ফিডের ওপর স্টোরিজের সঙ্গে অদেখা স্টোরি হাইলাটগুলো দেখানো শুরু করবে।
ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় ফিচার স্টোরি হাইলাইটস, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের স্টোরিগুলো প্রোফাইলে সংরক্ষণ এবং পিন করার সুযোগ দেয়। এগুলো ২৪ ঘণ্টার সীমা ছাড়িয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান থাকে। নতুন এই পরীক্ষা স্টোরি হাইলাইটসগুলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে চায়।
যখন একজন ব্যবহারকারী তার বন্ধুর বা কনটেন্ট ক্রিয়েটরের সাধারণ স্টোরি দেখা শেষ হবে, তখন ‘স্টোরি হাইলাইটস’ শিরোনামে নতুন সেকশন দেখানো হতে পারে। এই সেকশনে অদেখা কিছু হাইলাইট দেখাবে। প্ল্যাটফর্মটি বিভিন্ন উপায়ে এই হাইলাইটসগুলো দেখাতে পারে। যেমন: কনটেন্ট তৈরির সৃষ্টির তারিখ বা থিম অনুযায়ী।
এই নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও উপকারী হতে পারে। কারণ তাদের যত্নসহকারে তৈরি করা স্টোরি হাইলাইটসগুলোর ভিউ ফিচারটি মাধ্যমে বৃদ্ধি পাবে।
মেটার মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় নতুন উপায়ে মানুষকে স্টোরিজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সাহায্য করার কাজ করছি এবং একটি ছোট দলের সঙ্গে সাম্প্রতিক হাইলাইটসগুলো স্টোরিজ ট্রের শেষে দেখানোর জন্য পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছি।’
এটি যদিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ নয়, তবে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এর সম্ভাব্য প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। এবার বন্ধুদের স্টোরি হাইলাইটগুলো যেন মিস না এ জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। মিস করা স্টোরি হাইলাইটসগুলো পুনরায় দেখার সুযোগ দেবে এই ফিচার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কটির ফিডের ওপর স্টোরিজের সঙ্গে অদেখা স্টোরি হাইলাটগুলো দেখানো শুরু করবে।
ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় ফিচার স্টোরি হাইলাইটস, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের স্টোরিগুলো প্রোফাইলে সংরক্ষণ এবং পিন করার সুযোগ দেয়। এগুলো ২৪ ঘণ্টার সীমা ছাড়িয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান থাকে। নতুন এই পরীক্ষা স্টোরি হাইলাইটসগুলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে চায়।
যখন একজন ব্যবহারকারী তার বন্ধুর বা কনটেন্ট ক্রিয়েটরের সাধারণ স্টোরি দেখা শেষ হবে, তখন ‘স্টোরি হাইলাইটস’ শিরোনামে নতুন সেকশন দেখানো হতে পারে। এই সেকশনে অদেখা কিছু হাইলাইট দেখাবে। প্ল্যাটফর্মটি বিভিন্ন উপায়ে এই হাইলাইটসগুলো দেখাতে পারে। যেমন: কনটেন্ট তৈরির সৃষ্টির তারিখ বা থিম অনুযায়ী।
এই নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও উপকারী হতে পারে। কারণ তাদের যত্নসহকারে তৈরি করা স্টোরি হাইলাইটসগুলোর ভিউ ফিচারটি মাধ্যমে বৃদ্ধি পাবে।
মেটার মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় নতুন উপায়ে মানুষকে স্টোরিজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সাহায্য করার কাজ করছি এবং একটি ছোট দলের সঙ্গে সাম্প্রতিক হাইলাইটসগুলো স্টোরিজ ট্রের শেষে দেখানোর জন্য পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছি।’
এটি যদিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ নয়, তবে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এর সম্ভাব্য প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী।
হোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আকর্ষণীয় করতে স্টিকার শেয়ার করেন অনেকেই। তাই পছন্দের স্টিকার প্যাকগুলো বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য প্ল্যাটফর্মটিতে স্টিকার শেয়ারিং ফিচার চালু করেছে মেটা।
৬ ঘণ্টা আগেচীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তাহলে তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এব
৬ ঘণ্টা আগেইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই তাঁদের চ্যাটবট গ্রোক–এর স্বতন্ত্র আইওএস অ্যাপ নিয়ে এসেছে। এক্সএআই–এর এই নতুন উদ্যোগটি গ্রোক চ্যাটবটকে আরও বিস্তৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
৮ ঘণ্টা আগেহিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানায়, হিউম্যানয়েড রোবট তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে ওপেনএআই-এর কর্মীরা।
৯ ঘণ্টা আগে