সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। এবার বন্ধুদের স্টোরি হাইলাইটগুলো যেন মিস না এ জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। মিস করা স্টোরি হাইলাইটসগুলো পুনরায় দেখার সুযোগ দেবে এই ফিচার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কটির ফিডের ওপর স্টোরিজের সঙ্গে অদেখা স্টোরি হাইলাটগুলো দেখানো শুরু করবে।
ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় ফিচার স্টোরি হাইলাইটস, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের স্টোরিগুলো প্রোফাইলে সংরক্ষণ এবং পিন করার সুযোগ দেয়। এগুলো ২৪ ঘণ্টার সীমা ছাড়িয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান থাকে। নতুন এই পরীক্ষা স্টোরি হাইলাইটসগুলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে চায়।
যখন একজন ব্যবহারকারী তার বন্ধুর বা কনটেন্ট ক্রিয়েটরের সাধারণ স্টোরি দেখা শেষ হবে, তখন ‘স্টোরি হাইলাইটস’ শিরোনামে নতুন সেকশন দেখানো হতে পারে। এই সেকশনে অদেখা কিছু হাইলাইট দেখাবে। প্ল্যাটফর্মটি বিভিন্ন উপায়ে এই হাইলাইটসগুলো দেখাতে পারে। যেমন: কনটেন্ট তৈরির সৃষ্টির তারিখ বা থিম অনুযায়ী।
এই নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও উপকারী হতে পারে। কারণ তাদের যত্নসহকারে তৈরি করা স্টোরি হাইলাইটসগুলোর ভিউ ফিচারটি মাধ্যমে বৃদ্ধি পাবে।
মেটার মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় নতুন উপায়ে মানুষকে স্টোরিজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সাহায্য করার কাজ করছি এবং একটি ছোট দলের সঙ্গে সাম্প্রতিক হাইলাইটসগুলো স্টোরিজ ট্রের শেষে দেখানোর জন্য পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছি।’
এটি যদিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ নয়, তবে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এর সম্ভাব্য প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। এবার বন্ধুদের স্টোরি হাইলাইটগুলো যেন মিস না এ জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। মিস করা স্টোরি হাইলাইটসগুলো পুনরায় দেখার সুযোগ দেবে এই ফিচার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কটির ফিডের ওপর স্টোরিজের সঙ্গে অদেখা স্টোরি হাইলাটগুলো দেখানো শুরু করবে।
ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় ফিচার স্টোরি হাইলাইটস, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের স্টোরিগুলো প্রোফাইলে সংরক্ষণ এবং পিন করার সুযোগ দেয়। এগুলো ২৪ ঘণ্টার সীমা ছাড়িয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান থাকে। নতুন এই পরীক্ষা স্টোরি হাইলাইটসগুলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে চায়।
যখন একজন ব্যবহারকারী তার বন্ধুর বা কনটেন্ট ক্রিয়েটরের সাধারণ স্টোরি দেখা শেষ হবে, তখন ‘স্টোরি হাইলাইটস’ শিরোনামে নতুন সেকশন দেখানো হতে পারে। এই সেকশনে অদেখা কিছু হাইলাইট দেখাবে। প্ল্যাটফর্মটি বিভিন্ন উপায়ে এই হাইলাইটসগুলো দেখাতে পারে। যেমন: কনটেন্ট তৈরির সৃষ্টির তারিখ বা থিম অনুযায়ী।
এই নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও উপকারী হতে পারে। কারণ তাদের যত্নসহকারে তৈরি করা স্টোরি হাইলাইটসগুলোর ভিউ ফিচারটি মাধ্যমে বৃদ্ধি পাবে।
মেটার মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় নতুন উপায়ে মানুষকে স্টোরিজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সাহায্য করার কাজ করছি এবং একটি ছোট দলের সঙ্গে সাম্প্রতিক হাইলাইটসগুলো স্টোরিজ ট্রের শেষে দেখানোর জন্য পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছি।’
এটি যদিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ নয়, তবে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এর সম্ভাব্য প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।
এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৪ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৭ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
৯ ঘণ্টা আগে