Ajker Patrika

সেমিকন্ডাক্টর নির্মাতাদের ভর্তুকি দিতে কংগ্রেসকে বিল পাসে চাপ বাইডেনের

সেমিকন্ডাক্টর নির্মাতাদের ভর্তুকি দিতে কংগ্রেসকে বিল পাসে চাপ বাইডেনের

গুরুত্বপূর্ণ অনুষঙ্গের জন্য বিদেশি সোর্সিংয়ের ওপর নির্ভরতা কমাতে কংগ্রেসকে বিল পাসে চাপ প্রয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) দেশীয় সেমিকন্ডাক্টর নির্মাতাদের ৫২ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে বিল পাসের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

ঊর্ধ্বতন অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা কর্মী এবং একটি ট্রেড ইউনিয়ন ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘দেশীয় নির্মাতাদের জন্য সরকারি সমর্থন দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবে দেশ। যত তাড়াতাড়ি সম্ভব বিলটি পাস করতে হবে কংগ্রেসকে। অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার খাতিরে স্মার্ট ফোন থেকে গাড়ি এবং অস্ত্র পর্যন্ত সবকিছুর জন্য প্রয়োজনীয় ক্ষুদ্র অনুষঙ্গগুলোর উৎপাদন সুরক্ষিত করা অত্যাবশ্যক।’ 

যুক্তরাষ্ট্রকে চিপ উৎপাদনে বিশ্বের নেতৃত্ব দিতে হবে বলে জানান বাইডেনবাইডেন আরও বলেন, ‘আমেরিকা সেমিকন্ডাক্টর আবিষ্কার করেছে, কিন্তু বছরের পর বছর ধরে আমরা সেই সেমিকন্ডাক্টর উৎপাদনে বিদেশের সাহায্য নিচ্ছি। যুক্তরাষ্ট্রকে এই চিপ উৎপাদনে বিশ্বের নেতৃত্ব দিতে হবে।’ 

মার্কিন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেন, ‘যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক পিছিয়ে পড়েছে। মার্কিন আমদানিকারকেরা নেতৃস্থানীয় চিপগুলোর জন্য তাইওয়ানের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। অথচ সেমিকন্ডাক্টর শিল্পে প্রচুর বিনিয়োগ করছে চীন।’ 

উপ-প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিকস মাইক্রো চিপ সরবরাহকে ‘চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতার গ্রাউন্ড জিরো’ বলে অভিহিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত