অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনটির ওয়েদার বা আবহাওয়া অ্যাপেও নতুন দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ‘ফিলস লাইক’ ফিচারের নকশায় পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে বাড়ি ও অফিসের ঠিকানাও স্বয়ক্রিয়ভাবে যুক্ত হবে। ফলে দুটি স্থানের আবহাওয়ার তথ্য একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়েদার অ্যাপের পরিবর্তনগুলোর কিছু স্ক্রিনশট প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ। ছবি অনুসারে, আইফোনের স্ক্রিনে আসল তাপমাত্রার নিচে আরও স্পষ্টভাবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার স্ক্রল করে এটি বের করতে হবে না। ‘ফিলস লাইক’ তাপমাত্রার ফন্ট সাইজ ও স্টাইলও পরিবর্তন করা হয়েছে, যেন দুটি ধরনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
আবহাওয়া কেন্দ্রের দ্বারা রেকর্ডকৃত বস্তুনিষ্ঠ বায়ু তাপমাত্রার বিপরীতে মানুষ কতটা গরম বা ঠান্ডা অনুভব করে তার একটি পরিমাপ হলো ‘ফিলস লাইক’ তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতি ও বায়ুর তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়ের ওপর এই তাপমাত্রা নির্ভর করে। নতুন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপে একই সময়ে দুই ধরনের তাপমাত্রা দেখতে পারবেন ব্যবহারকারীরা।
নাইনটুফাইভ ম্যাকের মতে, যখন বায়ুর আসল তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রার মধ্যে বিশেষ পার্থক্য থাকবে, তখনই কেবল এই তাপমাত্রা দেখানো হবে। এই পার্থক্য কম হলে অ্যাপটিতে শুধু বায়ুর তাপমাত্রা দেখা যাবে।
ওয়েদার অ্যাপের দ্বিতীয় ফিচারের মাধ্যমে নিজের বাড়ির ও অফিসের তাপমাত্রা একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটে কন্টাক্ট অ্যাপ থেকে ঘর ও অফিসের ঠিকানা ওয়েদার অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এর আগে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ঠিকানাগুলো যুক্ত করতে হতো।
ওয়েদার অ্যাপের এসব পরিবর্তন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনসহ ম্যাক ও আইপ্যাডেও পাওয়া যাবে।
ম্যাকে ম্যাকওএস সেকোইয়া ও আইপ্যাডে আইপ্যাড ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপের এসব ফিচার ব্যবহার করা যাবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনটির ওয়েদার বা আবহাওয়া অ্যাপেও নতুন দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ‘ফিলস লাইক’ ফিচারের নকশায় পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে বাড়ি ও অফিসের ঠিকানাও স্বয়ক্রিয়ভাবে যুক্ত হবে। ফলে দুটি স্থানের আবহাওয়ার তথ্য একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়েদার অ্যাপের পরিবর্তনগুলোর কিছু স্ক্রিনশট প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ। ছবি অনুসারে, আইফোনের স্ক্রিনে আসল তাপমাত্রার নিচে আরও স্পষ্টভাবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার স্ক্রল করে এটি বের করতে হবে না। ‘ফিলস লাইক’ তাপমাত্রার ফন্ট সাইজ ও স্টাইলও পরিবর্তন করা হয়েছে, যেন দুটি ধরনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
আবহাওয়া কেন্দ্রের দ্বারা রেকর্ডকৃত বস্তুনিষ্ঠ বায়ু তাপমাত্রার বিপরীতে মানুষ কতটা গরম বা ঠান্ডা অনুভব করে তার একটি পরিমাপ হলো ‘ফিলস লাইক’ তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতি ও বায়ুর তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়ের ওপর এই তাপমাত্রা নির্ভর করে। নতুন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপে একই সময়ে দুই ধরনের তাপমাত্রা দেখতে পারবেন ব্যবহারকারীরা।
নাইনটুফাইভ ম্যাকের মতে, যখন বায়ুর আসল তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রার মধ্যে বিশেষ পার্থক্য থাকবে, তখনই কেবল এই তাপমাত্রা দেখানো হবে। এই পার্থক্য কম হলে অ্যাপটিতে শুধু বায়ুর তাপমাত্রা দেখা যাবে।
ওয়েদার অ্যাপের দ্বিতীয় ফিচারের মাধ্যমে নিজের বাড়ির ও অফিসের তাপমাত্রা একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটে কন্টাক্ট অ্যাপ থেকে ঘর ও অফিসের ঠিকানা ওয়েদার অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এর আগে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ঠিকানাগুলো যুক্ত করতে হতো।
ওয়েদার অ্যাপের এসব পরিবর্তন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনসহ ম্যাক ও আইপ্যাডেও পাওয়া যাবে।
ম্যাকে ম্যাকওএস সেকোইয়া ও আইপ্যাডে আইপ্যাড ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপের এসব ফিচার ব্যবহার করা যাবে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৪ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৭ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
৯ ঘণ্টা আগে