অনলাইন ডেস্ক
নিজের বেশির ভাগ সম্পদ ‘গিভিং প্লেজ’ নামক দাতব্য প্রতিষ্ঠানে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। জনহিতকর কাজের জন্য ধনকুবদের নিজেদের সম্পদ দান করতে উৎসাহ দেয় এই দাতব্য প্রতিষ্ঠান। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
স্যাম অল্টম্যান ও তার স্বামী অলিভার মুলহেরিন যৌথভাবে সম্পদ দান করার প্রতিশ্রুতি দেন। এক চিঠির মাধ্যমে গত মঙ্গলবার তাঁরা বলেন, ‘উন্নত বিশ্বের ভিত তৈরিতে অনেক মানুষের কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা, উদারতা ও আত্মোৎসর্গ রয়েছে। তাঁদের জন্যই আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এজন্য অপরিসীম কৃতজ্ঞতা জানানো এবং এটিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। ভিত আরও শক্ত করতে আমরা যা করতে পারি তা-ই করব।’
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, স্যাম অল্টম্যানের মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার। তাঁর বেশির ভাগ আয় হয় বিভিন্ন স্টার্টআপ ও রেডিটে বিনিয়োগের মাধ্যমে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআইতে তাঁর কোনো শেয়ার নেই।
গিভিং প্লেজ উদ্যোগটি ২০১০ সালে বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও সাবেক বিবাহিত দম্পতি বিল এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস শুরু করেন। গিভিং প্লেজ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো বিলিয়নিয়ারদের তাঁদের সম্পদের অর্ধেকের বেশি মানবসেবায় দিতে উৎসাহিত করা। বিশ্বের ৩০টি দেশের ২৪৫ দম্পতি ও ব্যক্তি এই প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছেন।
বিশ্বের অন্যতম ধনী ও সবচেয়ে বিশিষ্ট সমাজসেবী হলেন বিল গেটসের সাবেক স্ত্রী ফ্রেঞ্চ গেটস। গত মঙ্গলবার এক ঘোষণায় ফ্রেঞ্চ বলেন, বিশ্বজুড়ে নারীদের অধিকার এগিয়ে নিতে পিভোটাল ভেঞ্চারসের মাধ্যমে তিনি ২০১৬ সালের মধ্যে ১০০ কোটি ডলার দান করবেন।
বিল গেটসের সঙ্গে ডিভোর্সের কারণে এই মাসের শুরুতে ‘বিল ও মেলেন্ডা গেটেস ফাউন্ডেশন’ থেকে পদত্যাগ করেন তিনি। ডিভোর্সের চুক্তি অনুসারে ফাউন্ডেশন থেকে তিনি ১ হাজার ২৫০ কোটি ডলার পাবেন।
দানের প্রতিশ্রুতি চালু করার পর এ থেকে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা, জরুরি ত্রাণ, দারিদ্র্যসহ নানা বিষয়ে তহবিল গঠনের জন্য ৩৬ বিলিয়ন ডলারের (৩ হাজার ৬০০ কোটি ডলার) বেশি অনুদান দিয়েছেন। গিভিং প্লেজের মাধ্যমে ২০১৫ সালে মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান ফেসবুকের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিজের বেশির ভাগ সম্পদ ‘গিভিং প্লেজ’ নামক দাতব্য প্রতিষ্ঠানে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। জনহিতকর কাজের জন্য ধনকুবদের নিজেদের সম্পদ দান করতে উৎসাহ দেয় এই দাতব্য প্রতিষ্ঠান। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
স্যাম অল্টম্যান ও তার স্বামী অলিভার মুলহেরিন যৌথভাবে সম্পদ দান করার প্রতিশ্রুতি দেন। এক চিঠির মাধ্যমে গত মঙ্গলবার তাঁরা বলেন, ‘উন্নত বিশ্বের ভিত তৈরিতে অনেক মানুষের কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা, উদারতা ও আত্মোৎসর্গ রয়েছে। তাঁদের জন্যই আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এজন্য অপরিসীম কৃতজ্ঞতা জানানো এবং এটিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। ভিত আরও শক্ত করতে আমরা যা করতে পারি তা-ই করব।’
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, স্যাম অল্টম্যানের মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার। তাঁর বেশির ভাগ আয় হয় বিভিন্ন স্টার্টআপ ও রেডিটে বিনিয়োগের মাধ্যমে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআইতে তাঁর কোনো শেয়ার নেই।
গিভিং প্লেজ উদ্যোগটি ২০১০ সালে বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও সাবেক বিবাহিত দম্পতি বিল এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস শুরু করেন। গিভিং প্লেজ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো বিলিয়নিয়ারদের তাঁদের সম্পদের অর্ধেকের বেশি মানবসেবায় দিতে উৎসাহিত করা। বিশ্বের ৩০টি দেশের ২৪৫ দম্পতি ও ব্যক্তি এই প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছেন।
বিশ্বের অন্যতম ধনী ও সবচেয়ে বিশিষ্ট সমাজসেবী হলেন বিল গেটসের সাবেক স্ত্রী ফ্রেঞ্চ গেটস। গত মঙ্গলবার এক ঘোষণায় ফ্রেঞ্চ বলেন, বিশ্বজুড়ে নারীদের অধিকার এগিয়ে নিতে পিভোটাল ভেঞ্চারসের মাধ্যমে তিনি ২০১৬ সালের মধ্যে ১০০ কোটি ডলার দান করবেন।
বিল গেটসের সঙ্গে ডিভোর্সের কারণে এই মাসের শুরুতে ‘বিল ও মেলেন্ডা গেটেস ফাউন্ডেশন’ থেকে পদত্যাগ করেন তিনি। ডিভোর্সের চুক্তি অনুসারে ফাউন্ডেশন থেকে তিনি ১ হাজার ২৫০ কোটি ডলার পাবেন।
দানের প্রতিশ্রুতি চালু করার পর এ থেকে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা, জরুরি ত্রাণ, দারিদ্র্যসহ নানা বিষয়ে তহবিল গঠনের জন্য ৩৬ বিলিয়ন ডলারের (৩ হাজার ৬০০ কোটি ডলার) বেশি অনুদান দিয়েছেন। গিভিং প্লেজের মাধ্যমে ২০১৫ সালে মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান ফেসবুকের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে