গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন কলের ফিচার আগেই এসেছে। দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল দুই বছর আগেই এই ফিচার নিয়ে এসেছে। এবার ফিচারটি স্যামসাংয়ের স্মার্টফোনেও আসছে বলে জানিয়েছে একাধিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল।
এই ফিচারের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ডিভাইসটি নিজে থেকেই শনাক্ত করে, স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন করবে। স্যামসাংয়ের দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল পিক্সেল ৮ এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে দুই বছর আগেই এই ফিচার নিয়ে আসে।
এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এ ‘কার ক্র্যাশ ডিটেক্ট ওয়েকআপ’ সেন্সর দেখা গিয়েছে। এই ফিচারে একই সঙ্গে কয়েকটি সেন্সর যুক্ত রয়েছে। এতে রয়েছে একটি ভার্চুয়াল সেন্সর যা ডেটা প্রসেসিংয়ে সাহায্য করে। আর ফিজিক্যাল সেন্সর হিসেবে রয়েছে জায়রোস্কোপ ও এক্সেলেরোমিটার। সেন্সরগুলো সম্ভাব্য গাড়ি দুর্ঘটনার খবর রিপোর্ট করতে পারে।
কার ডিটেকশন ফিচারটি অন্যান্য গ্যালাক্সি ডিভাইসে দেখা যায়নি। এটি সিস্টেম অ্যাপে লুকানো একটি কোড।
এক্স প্ল্যাটফর্মে প্রযুক্তি বিশ্লেষক মিশেল রাহমানের মতে, স্যামসাংয়ের দামি ফোনের মডেলে পাওয়া যাবে ফিচারটি। সেগুলো হলো—গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫। যেহেতু ওয়ান ইউআই ৬.১ এর ইউজার ইন্টারফেসে এই ফিচার নেই, তাই ওয়ান ইউআই ৭.০ আপডেটের মাধ্যমে ফিচারটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দমকলবাহিনী, হাসপাতাল ও পুলিশের সঙ্গে গ্রাহকের অবস্থান শেয়ার করার অপশন রয়েছে গুগলের পিক্সেল স্মার্টফোনে। তবে এটি এখনো পুরোপুরি স্পষ্ট নয় কবে নাগাদ ফিচারটি আসবে।
এর আগে পিক্সেল ৮ ফোনের মাধ্যমে গুগল এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে অ্যাপল দুই বছর আগে ‘কার ক্র্যাশ ডিটেকশন ফিচার’ এনেছে।
গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন কলের ফিচার আগেই এসেছে। দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল দুই বছর আগেই এই ফিচার নিয়ে এসেছে। এবার ফিচারটি স্যামসাংয়ের স্মার্টফোনেও আসছে বলে জানিয়েছে একাধিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল।
এই ফিচারের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ডিভাইসটি নিজে থেকেই শনাক্ত করে, স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন করবে। স্যামসাংয়ের দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল পিক্সেল ৮ এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে দুই বছর আগেই এই ফিচার নিয়ে আসে।
এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এ ‘কার ক্র্যাশ ডিটেক্ট ওয়েকআপ’ সেন্সর দেখা গিয়েছে। এই ফিচারে একই সঙ্গে কয়েকটি সেন্সর যুক্ত রয়েছে। এতে রয়েছে একটি ভার্চুয়াল সেন্সর যা ডেটা প্রসেসিংয়ে সাহায্য করে। আর ফিজিক্যাল সেন্সর হিসেবে রয়েছে জায়রোস্কোপ ও এক্সেলেরোমিটার। সেন্সরগুলো সম্ভাব্য গাড়ি দুর্ঘটনার খবর রিপোর্ট করতে পারে।
কার ডিটেকশন ফিচারটি অন্যান্য গ্যালাক্সি ডিভাইসে দেখা যায়নি। এটি সিস্টেম অ্যাপে লুকানো একটি কোড।
এক্স প্ল্যাটফর্মে প্রযুক্তি বিশ্লেষক মিশেল রাহমানের মতে, স্যামসাংয়ের দামি ফোনের মডেলে পাওয়া যাবে ফিচারটি। সেগুলো হলো—গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫। যেহেতু ওয়ান ইউআই ৬.১ এর ইউজার ইন্টারফেসে এই ফিচার নেই, তাই ওয়ান ইউআই ৭.০ আপডেটের মাধ্যমে ফিচারটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দমকলবাহিনী, হাসপাতাল ও পুলিশের সঙ্গে গ্রাহকের অবস্থান শেয়ার করার অপশন রয়েছে গুগলের পিক্সেল স্মার্টফোনে। তবে এটি এখনো পুরোপুরি স্পষ্ট নয় কবে নাগাদ ফিচারটি আসবে।
এর আগে পিক্সেল ৮ ফোনের মাধ্যমে গুগল এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে অ্যাপল দুই বছর আগে ‘কার ক্র্যাশ ডিটেকশন ফিচার’ এনেছে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৫ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৮ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
১০ ঘণ্টা আগে