অনলাইন ডেস্ক
এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল।
বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।
এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে।
এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)।
গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে।
এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে।
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল।
বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।
এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে।
এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)।
গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে।
এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে।
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে