অনলাইন ডেস্ক
ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই চিপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে না। এক্স প্ল্যাটফর্মে ফাঁস হওয়ার ইন্টেলের একটি গোপন নথির স্ক্রিনশট থেকে জানা যায়, উইন্ডোজ–১০ এর জন্য ওয়াইফাই ৭ চিপ বানাবে না ইন্টেল। তাদের এই নতুন চিপ শুধু উইন্ডোজ ১১ ও এর পরবর্তী জেনারেশনে কাজ করবে। অবশ্য এটি লিনাক্স এবং লিনাক্সভিত্তিক ক্রোমওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে।
এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্ট্রার।
আজ থেকে ২৮ বছর আগে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। এরপর আরও বেশ কয়েকটি সংস্করণ এসেছে। দীর্ঘ ২০ বছর পর নয় নম্বর সংস্করণটি বাদ দিয়েই উইন্ডোজ ১০ বাজারে আনে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।
তবে উইন্ডোজ ১০ বাজারে আসার পর আট বছর পেরিয়ে গেছে। চলতি বছরের শুরুতে এর ২২এএইচ২ সংস্করণ অবমুক্ত করা হয়। মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ আর কোনো হালনাগাদ পাবে না।
এদিকে আগামী বছর বাজারে আসবে ওয়াইফাই ৭ (আইইইই ৮০২.১১ বিই)। এক্সে ফাঁস হওয়া তথ্যটি সঠিক হলে, ইন্টেলের এই চিপসেট শুধু উইন্ডোজ ১১, ক্রোম ও লিনাক্সে অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর নয়। বেশির ভাগ পুরোনো কম্পিউটারের মাদারবোর্ডে টিপিএম ২ চিপ নেই। ফলে এগুলোতে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায় না। তার মানে, এই পুরোনো পিসিগুলোতে ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকছে না।
তবে উইন্ডোজ ১০ চালিত আইওটি (স্মার্টহোম, স্মার্টওয়াচ ইত্যাদি) ডিভাইসগুলো আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত আপডেট পাবে। তবে এটি শুধু ২১এএইচ২ ভার্সনের জন্য প্রযোজ্য হবে। এই ডিভাইসগুলো ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকবে কি না সেটি স্পষ্ট নয়।
ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই চিপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে না। এক্স প্ল্যাটফর্মে ফাঁস হওয়ার ইন্টেলের একটি গোপন নথির স্ক্রিনশট থেকে জানা যায়, উইন্ডোজ–১০ এর জন্য ওয়াইফাই ৭ চিপ বানাবে না ইন্টেল। তাদের এই নতুন চিপ শুধু উইন্ডোজ ১১ ও এর পরবর্তী জেনারেশনে কাজ করবে। অবশ্য এটি লিনাক্স এবং লিনাক্সভিত্তিক ক্রোমওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে।
এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্ট্রার।
আজ থেকে ২৮ বছর আগে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। এরপর আরও বেশ কয়েকটি সংস্করণ এসেছে। দীর্ঘ ২০ বছর পর নয় নম্বর সংস্করণটি বাদ দিয়েই উইন্ডোজ ১০ বাজারে আনে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।
তবে উইন্ডোজ ১০ বাজারে আসার পর আট বছর পেরিয়ে গেছে। চলতি বছরের শুরুতে এর ২২এএইচ২ সংস্করণ অবমুক্ত করা হয়। মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ আর কোনো হালনাগাদ পাবে না।
এদিকে আগামী বছর বাজারে আসবে ওয়াইফাই ৭ (আইইইই ৮০২.১১ বিই)। এক্সে ফাঁস হওয়া তথ্যটি সঠিক হলে, ইন্টেলের এই চিপসেট শুধু উইন্ডোজ ১১, ক্রোম ও লিনাক্সে অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর নয়। বেশির ভাগ পুরোনো কম্পিউটারের মাদারবোর্ডে টিপিএম ২ চিপ নেই। ফলে এগুলোতে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায় না। তার মানে, এই পুরোনো পিসিগুলোতে ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকছে না।
তবে উইন্ডোজ ১০ চালিত আইওটি (স্মার্টহোম, স্মার্টওয়াচ ইত্যাদি) ডিভাইসগুলো আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত আপডেট পাবে। তবে এটি শুধু ২১এএইচ২ ভার্সনের জন্য প্রযোজ্য হবে। এই ডিভাইসগুলো ওয়াইফাই ৭ ব্যবহারের সুযোগ থাকবে কি না সেটি স্পষ্ট নয়।
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে