রুশ বাহিনী ইউক্রেনের অন্তত ৪০০ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার একটি মেডিকেল দাতব্য সংস্থার কাছে পাঠানো ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনীর দখল করা এলাকাগুলোতে পরিস্থিতি খুবই খারাপ। ওষুধের অভাবে ক্যানসার রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এমনকি অ্যান্টিবায়োটিকের অভাবে সাধারণ চিকিৎসাসেবাও দেওয়া যাচ্ছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘মারিউপোলের একটি মাতৃসদন হাসপাতাল গত ৯ মার্চ রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’
এদিকে রাশিয়া অভিযোগ করে বলেছে, হামলার ছবিগুলো মঞ্চস্থ করা হয়েছে এবং হাসপাতাল বলে দাবি করা স্থাপনাগুলো ইউক্রেনের সেনারা ব্যবহার করছিল। রুশ বাহিনী শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করেনি।
ইউক্রেন প্রায় প্রতিদিনই রুশদের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষদের হতাহতের খবর দিলেও এবং যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও ক্রেমলিন বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, ‘গত মাসে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণ এবং ক্রামতোর্স্ক শহরে তীব্র গোলাগুলিতে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছে। সেখানে রুশ বাহিনীর গোলাবর্ষণে ৩২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রুশ বাহিনী ইউক্রেনের অন্তত ৪০০ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার একটি মেডিকেল দাতব্য সংস্থার কাছে পাঠানো ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনীর দখল করা এলাকাগুলোতে পরিস্থিতি খুবই খারাপ। ওষুধের অভাবে ক্যানসার রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এমনকি অ্যান্টিবায়োটিকের অভাবে সাধারণ চিকিৎসাসেবাও দেওয়া যাচ্ছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘মারিউপোলের একটি মাতৃসদন হাসপাতাল গত ৯ মার্চ রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’
এদিকে রাশিয়া অভিযোগ করে বলেছে, হামলার ছবিগুলো মঞ্চস্থ করা হয়েছে এবং হাসপাতাল বলে দাবি করা স্থাপনাগুলো ইউক্রেনের সেনারা ব্যবহার করছিল। রুশ বাহিনী শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করেনি।
ইউক্রেন প্রায় প্রতিদিনই রুশদের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষদের হতাহতের খবর দিলেও এবং যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও ক্রেমলিন বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, ‘গত মাসে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণ এবং ক্রামতোর্স্ক শহরে তীব্র গোলাগুলিতে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছে। সেখানে রুশ বাহিনীর গোলাবর্ষণে ৩২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
জার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছর বয়সী লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।
১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর আরব সাগরে নিজেদের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেপ্রেমিক জোশুয়া ফিশলক এবং পোষা কুকুর ভ্যালেরিকে সঙ্গে নিয়ে ২০২৩ সালের নভেম্বরে একটি ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন জর্জিয়া গার্ডনার। একপর্যায়ে কুকুরটিকে ক্যাম্প সাইটে খেলায় ব্যস্ত রেখে মাছ ধরতে গিয়েছিলেন জর্জিয়া ও জোশুয়া। কিন্তু ফিরে এসে তাঁরা দেখেন, এটি আর নেই!
৩ ঘণ্টা আগেকর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা ওই চিঠিটি আজ রোববার উইল্টশায়ারের ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলামঘরে এক অজ্ঞাতনামা ক্রেতা কিনে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিঠিটি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, এটি প্রত্যাশিত মূল্যের চেয়ে পাঁচ গুন বেশি দামে বিক্রি হয়েছে।
৫ ঘণ্টা আগে